কবিতাবিশেষ সংখ্যা

কবিতা।। ফারুক সুমন।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা

শোকার্ত ভায়োলিন

মেঘমানচিত্রে নন্দনের খোঁজে
আর কত স্বপ্নালু শিল্পবুনন?
কবি, তাপিত প্রান্তরে এসো
কথা বল শোষিতের ভাষায়।

সময় যেন শোকার্ত ভায়োলিন
যথার্থ আঙুলের স্পর্শবিহীন
সুর নেই, সান্ত্বনা নেই
চোখের চৌদিকে হতাশার মোম
মিটিমিটি জ্বলে, নিরলে
গলে পড়ে অক্ষিগোলক।

পুলকসঞ্চার

শব্দটি এমন
উচ্চারণমাত্র প্লাবিত হয় আবেগের বন
উড়ে যায় হাওয়ায় দুই অক্ষরের পাখি।

শব্দটি এমন
উচ্চারণমাত্র অনুভবে শীত নামে
হৃৎ প্রান্তরে শুরু হয় রৌদ্রোৎসব।

শব্দটি এমন
উচ্চারণমাত্র বাহিত হয় বেহুশ বাতাস
পুষ্পপুরে, পাতায় পাতায় পুলকসঞ্চার।

শব্দটি প্রেম
উচ্চারণমাত্র ঝলসিত বিবেকের ডানা
ধ্যানাসন ছেড়ে নেমে পড়ে মুনিঋষি।

কেবল পোস্টারে শোভাময় চে

‘গুলি কোরো না। আমি চে গুয়েভারা।
মৃত চে গুয়েভারার চেয়ে জীবিত
চে গুয়েভারা তোমাদের জন্য বেশি মূল্যবান।’

কবি ও বিপ্লবী চে
তোমার ধূমায়মান দিনগুলো কোথায়?
এখনো শ্বেতাঙ্গ শ্বাসরোধ করে কৃষ্ণাঙ্গের
পৃথিবীর পথে পথে সবলের অশ্বখুরে
মরে পড়ে থাকে দুর্বল, ধুলায় গড়াগড়ি।

কবি ও বিপ্লবী চে
তুমি আছো কেবল মুভি, ডকুমেন্টারি
প্রগতিশীলদের বাৎসরিক পোস্টারে
তোমার দৃঢ় অথচ সহাস্যমুখের চুরুট
এইতো সম্বল ঘোরতর বঞ্চনার দিনে।

কবিতা উৎসব

চারিদিকে এতো এতো কবিতার বই
এতো হৈচৈ, ভালোই-
এ যেন বাগান জুড়ে পুষ্পোৎসব
এ যেন উঠান জুড়ে শিশুকলরব
কত যে তুলোর পাহাড়
ভুলো মনে উড়ে উড়ে যায়
এ যেন সুরের শহর
এ যেন প্রণয় প্রহর
এসো কবি, এসো কবিতা
পুষ্পোৎসব, শিশুকলরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *