কবিতা ।। সুমন রায়হান।। ফেব্রুয়ারি উৎসব কবিতা সংখ্যা
শুধু প্রেমিক ভেবো তুমি আমায়
মেহেদীর রঙ শুকায়নি এখনো
সদ্য পেড়িয়েছো হয়তো গাঙপাড়ানির নদী।
সকালটা মোহময় করে দিলে এক ঝলকে!
পলক পরতে চায় না!
অসময়ে এলে লোকালয়ে,
এখন এখানে লোকে লোকারণ্য।
দৃষ্টিতে দৃষ্টি রেখে, স্বপ্নময়তার দোলায় দোলাতে দোলাতে…
অকাস্মাৎ তোমার অনুভূতির তীর্থে
কখন যে নিমজ্জিত হলাম? বুঝেতেই পারিনি!
তবে আজকাল আকাশের দিকে চোখ ফেরালে বুঝতে পারি,
মেঘের পরে রোদ হবে না বৃষ্টি হবে,
এখন বৃক্ষবুকে পিঠ ঠেকালে বুঝতে পারি—
কতোটা হয় উঞ্চ বৃক্ষবদন।
দোলা দিলে ঢেউনদীতে হবে হবে অনেক যতন…
দুই নয়নে দৃষ্টি দিয়ে, বৃক্ষ এখন বৃষ্টি নামায়…!
আর কিছুই নাই বা ভাবো, নেই ক্ষতি নেই
শুধু প্রেমিক ভেবো তুমি আমায়।
একটি ফুলের ছবি আঁকতে গিয়ে
চন্দ্রাহত মুখ অনাদিকাল ভাবছে কেউ
দুঃখের ওপারে সুখের বসতি,
মাঝখানে সমুদ্রের ঢেউ…
প্রণয়ের দোলায় দোলে যে ফুল,
তার দুচোখে পলাশের রঙ…
সেখানে বিষণ্নতার ছায়া আঁকেনি আকাশ।
গভীর হলে রাত—
যাতনার ঝড় এ ঘর ও ঘর করে…
আদরে আদর মেখে—
মৌনতার চাদর মুড়িয়ে শুয়ে থাকে চাঁদ।
তখন, প্রতীক্ষার প্রহর গুনে উড়ে যায় হৃদয়পোড়া ধোঁয়া…
একটি ফুলের ছবি আঁকতে গিয়ে একটি ফুলের ছোঁয়া।
জলকেলি
সুন্দরও সন্ধ্যারও মালতি…
ধরিয়া রাখিতে পারিনা মন মোর,
উড়িয়া যায় তোমারি দুয়ারে ধ্বনি-প্রতিধ্বনি…
জলের তলের বিপরীতে আলোর ক্ষণি…
নেয়না আমারে আঁধার ভাঙ্গিতে!
দূরে-দূরে তব ভৈরবী ক্ষণ সজলরৌদ্র নীলিমা,
পায়েলে রাখিও হাত, শিহরিত সঙ্গপনে—
তীরের তরে ভিরাইয়া তরী হইতে পারাপার…
ভাসিয়া যাইবে গোপন গুহার দ্বার…
দাঁড়াইয়া রইবে না তোমার তুমি,
দেখিবে কে যেন হাসে…
আমামাঝে গোপনে বিলীন চিররৌদ্র জড়াইয়া অঙ্গে—
দেখিবে সে যেন রয়েছে তোমারি সঙ্গে।