কবিতাবিশেষ সংখ্যা

কবিতা।। হোসনে আরা জেমী।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা

বসন্তের বার্তা

কৃষ্ণচূড়া গাছে গাছে কেড়ে নেয় দৃষ্টি
দোলনচাঁপার ঘ্রাণ আহা কত যে মিষ্টি!
চারদিক আলোকিত আবিরের তাজ
প্রকৃতির রুপ পেলো বর্ণিল সাজ।
বউ কথা কও মধুর সুরে গাইছে শিমুল ডালে
প্রজাপতি ফুলে নাচে গানের তালে তালে।
কুহুকুহু কোকিল ডাকে কৃষ্ণচূড়া বনে
মিষ্টি মধুর সুর শুনি বসে আনমনে।

পরাজিত আলোর গান

এই তুষারভেজা শহরের মন খারাপ;
আমার মন ছুটে যায়−
ভোরের আজান কুয়াশা ভোর, আর
টিনের চালে টুপটাপ বৃষ্টির গানে।
ছেঁড়া-ছেঁড়া রোদের প্রলেপ
সবুজে ঘেরা কিছু সময় দীপ্ত,
শুরু হয়− শেষ হয় না;
বিষাদ পরাজিত আলোর প্রজ্বলনে
শরতের ছবি দেয়ালে-দেয়ালে
মানচিত্র খুঁজে অচেনা শহর, গ্রাম।
মধ্যরাতের একলাঘরে জীবনের তান
সবুজেরা প্রাণহীন, শীত কূহেলিকায়
অবসাদে অনুভূতিরা ফিকে;
তবুও
আমার অবসন্ন দিনে পেন্টহাউজে
সুন্দর মুহূর্তগুলো ফিরে আসে;
গল্প, কবিতা, শব্দের ছন্দে
জানালায় দাঁড়িয়ে দূরের দিগন্ত দেখি।
আঙুলের ফাঁকে গল্পেরা হাসে
মন খারাপে বৃষ্টির গান বাজে
বুড়িয়ে যাওয়া চোখে অতীত হাসে!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *