কবিতাবিশেষ সংখ্যা

কবিতা।। নুসরাত সুলতানা।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা

জলছাপ

কবিতার কাছে আমার বেশিকিছু প্রত্যাশা নেই,
শুধু চাই, কবিতা হোক ক্ষুদা, কামনা, বাসনা,
বিদ্রোহ, বিপ্লবের প্রতিচ্ছবি।
কবিতায় আঁকতে চেয়েছি শতবর্ষী ক্ষুধার্ত
মায়ের একথালা ভাতের তৃপ্তি।
কবিতায় খোদিত থাক; যুগ যুগ সোহাগ বঞ্চিত
থাকা কোন প্রেমিকার শীৎকার সুখ।
কবিতা হোক কোন যুদ্ধরত সৈনিকের
মৃত্যুর সন্ধিক্ষণে সন্তানের মুখ মনে করে
এক মৃত্যুঞ্জয়ী হাসি।
কবিতা হোক লেলিন, কাল মার্ক্স, প্রীতিলতা
ওয়াদ্দেদার, জাহানারা ইমাম, বেগম রোকেয়া।
দস্যুরানী ফুলনদেবী’র জীবনের জলছাপ।

ধুসর

আজ বরং প্রেমের কথা থাক কবি
আজ ভালোবাসার কথা না বলি।
আজ বলি সেই নারী শ্রমিকের কথা
যে সারাদিন ইট ভেঙে কিম্বা মাটিকেটে
সন্তানের মুখে অন্ন তুলে দেয়।
আজ বলি সেই বর্গা চাষীর কথা,
যার এক টুকরো জমি নেই,
অথচ মাটির কঠিন বুক চিরে; পরম
মমতায় নিয়ে আসে কচি সবুজ শস্যচারা।
অতঃপর আধা ফসল তুলে দেয় মালিককে!
আজ সেই রিক্সা চালকের কথা বলতে চাই,
রক্তকে ঘাম করে; সন্তানদের শিক্ষিত করে
আজ সেই গৃহহীন মানুষের কথা ভাবো কবি;
যারা এই শীত রাতে চট পেঁচিয়ে
কুকুরের সাথে জড়াজড়ি করে
উষ্ণতা ভাগ করে নিদ্রা যায়।
আজ সব রঙকে তুমি শিকেয় তুলে রাখো।
কেবল এটুকু বুঝে নাও; ধুসর ও একটা রঙ।
ভালোবাসা আর মানবতাকে তুমি ধুসরেই পাবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *