কবিতা।। ফরিদা ইয়াসমিন সুমি।। ফেব্রুয়ারি কবিতা উৎসব
সংখ্যা
অসমুদ্রিত দেহে সমুদ্রিত মন
খুশির ঢেউয়ে গোপন কথা ভেসে এলে
শোনা হয়ে যায় সর্বশ্রেষ্ঠ সঙ্গীত,
অন্তরে প্রচ্ছন্ন সেতারের আলাপে
অনুরণন তোলে রাত্রির প্রলাপ।
তেপান্তরের হাতছানিতে বেসবুর মন
নিবিড় অবকাশে তাই তোমার সম্ভাষণ।
বেগে বৃদ্ধি পায় যে নদী
তার নাম যৌবন
তাকে বিশ্বাস নেই কোনো,
অসমুদ্রিত দেহে সমুদ্রিত মন
খুঁজবার কেউ পেলে হারাবো তখন!
সত্তা
জলের দিকে ঝুঁকে থাকা গাছের মতো
তোমার দিকে ঝুঁকেছিলাম
প্রতিবিম্ব দেখবো বলে,
নিটোল স্বচ্ছজলে তিরতিরে কাঁপন দেখতে
খুব করে ঝুঁকেছিলাম,
আলিঙ্গনের আহবানে সমূলে উৎপাটিত হয়েছিল অস্তিত্ব,
সত্তার নতুন রূপ উদ্ভাসিত বিলীয়মানতায়