কবিতা।। বীথি রহমান।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা
অবিশ্বাস
তোমার চোখের ভেতর যে জলাধার নিরন্তর ঢেউ খেলে
বেতনবিহীন বিশ্বস্ত কর্মচারী হয়ে সেখানে
ভালোবাসার বাঁধ নির্মাণ করে দেই, মন মৃত্তিকার ইট-পাথর দিয়ে।
বৃষ্টি পড়ে পড়ে জল উপচিয়ে যেন ক্ষয়ে না যায়।
আবার খড়ায় পেতে দেই শীতল হৃদয় তোমারই চোখের দর্পণে।
অথচ- পৌষের প্রবল জোছনায় দুঃখ জাগানিয়া সুর তুলে
জলাধার দখল করে নেয় সংঘবদ্ধ ঘন অন্ধকার।
আর তোমার চোখ ভরে যায় একরাশ অবিশ্বাসী কুয়াশায়।