খান মুহাম্মদ রুমেল এর কবিতা
ঠিকানা
লোকালয় প্লাবিত জলে
ফোটে ফুল ফসলে
নদীর শেষ ঠিকানা সাগর অতলে।
মানুষও নদীর মতোই
একেবেঁকে চলে।
কার কাছে জমা রেখে মন
কার কাছে যাই
মানুষও নদীর মতোই
মেশে মোহনায়।
মেলায়…
জোছনার মেলায় তুমি হাসলে যখন
লজ্জায় মুখ লুকোলো কার্তিকের চাঁদ
মুক্তো ঝরা হাসির ছটায় ভাঙে
নির্জন কোলাহল।
কি এক আকর্ষণী ক্ষমতা তোমার
নিশ্চিত মৃত্যু জেনেও আগুনে ঝাপ পতঙ্গের
ক্ষমাহীন রূপের আভায় পুড়ে পবিত্র হতে চাই
কতো আর ভীরু ছুঁয়ে থাকা…
একটু সাহস দাও মেয়ে।
আশ্বাস
মনের কোণে তোমাকে জিইয়ে রাখি
গোপন দীর্ঘশ্বাসের মতো।
একটু চোখ তুলে তাকাও যদি
আমি বর্তে যাই নিরবধি
এক ফোঁটা জলের আশ্বাস পেলে
তোমাতে বিলীন হয়ে যাই
আমি বোহেমিয়ান ছেলে।
সময়
চোখ ঝলসে যায় কড়া রোদ দুপুরে
নাকি তোমার রূপের আভায়?
এই প্রশ্নের মীমাংসা হওয়ার আগেই
বিদায়ের ঘণ্টা বেজে ওঠে।
সময় কি খেয়ালি দেখো!
কখনো সে কচ্ছপ
কখনো সে খরগোশ।