চন্দনকৃষ্ণ পাল //কোলাজ-২
কোলাজ-২
সকালগুলো ঘোরের ভেতর দিব্যি হাঁটে
বালির স্তুপে কর্কশ কাক শব্দ ছড়ায়
আমি কিসের স্বপ্ন দেখি তা জানিনা
ঘুম ভাঙলেই স্বপ্ন ধূসর বালিয়াড়ি
অনেক দূরের ক্ষীণকায়া নদীর রেখা।
দুপেয়ে এক যন্ত্রদানব পাশ ফিরে শোয়-
একা একা! আমার শুধু হতবাকের পাল্লা ভারী
হতেই থাকে, সকালও আড়মোড়া ভাঙে
হাই তুলে সতর্ক করে সকালবেলার পাখিদেরে
নানা রঙের কোলাজ একটা আমার মত হাইও তোলে।
পুরোহিতের শরীরজোড়া তীলকরাশি
পৈতে নাচে বুকের ওপর নিজের মত
টিকির মাত্র কটা চুলেই পাক ধরেছে
ধরবেই তো, আর কতকাল থাকবে কাঁচা?
বয়স হলো, চুলের কি দোষ তোমরা বলো।
ধুলো ঝাড়ার কাজ করে যায় রতন বসাক
অবচেতন মনেই তো তার হাত নেচে যায়
শরীরটাও মুদ্রা নিয়ে নাচতে থাকে
নতুন মুদ্রা আগে কেউ তো আর দেখেনি
রেল কলোনীর সার্বজনীন মন্ডপে আজ
বসে থেকেই দশটা পাঁচটা সময় কাটাই।