খান মুহাম্মদ রুমেল এর কবিতা
আকাঙ্ক্ষা
বন্ধু
তুমি ইগলের মতো উড়ো।
এখনো অনেক আকাশ বাকি।
ইকারুসের দীপ্রতায় এগিয়ে চলো
সকল পঙ্কিল দুমড়ে মুচড়ে…
আগামীর পৃথিবীর সুন্দরগুলো সব তোমার অপেক্ষায়।
তোমার বিজয়ে হাসবে শিশির
ফুলেরা ফুটবে আরো উজ্জ্বল…
দূর্বাঘাসগুলো বাড়বে বেয়াড়াভাবে।
সবাই অপেক্ষায় তোমার জয়ধ্বনি ঘোষণার।
বিজয় মিছিলে পাশে থাকার প্রত্যয়ে…
ইতি সোনালী চিল।