রণক ইকরাম এর কবিতা ঋণগ্রস্থ জোছনার ছায়াহীন দুপুর বলছি
তোমার বিশ্বাসের বারান্দায় কতো আর হাঁটবো
জানালায় অস্বস্তির প্রাচীন বাতাস এলোমেলো বয়
অন্তর্মুখী অতীত সুখগুলো গোপনে আড়াল
বেশ আছো তুমি-মনের দালানে ভাবনার ডুবসাঁতার নেই
নাশতার টেবিলে সাজানো আমার একেকটি বুকচেরা আবেগ
আমার আঙ্গিণায় শ্যাওলার মতো থকথকে আঁধার জমে।
অসহ্য হুল্লোড়ে রাত বেড়ে বেড়ে বুড়ো হয় প্রতিদিন
অভ্যাসের আগুনে আমার ভাবনাগুলো যুবাই রয়ে যায়
শব্দের বুকে শব্দ চড়িয়ে আর কত কাটাবো দিন?
শব্দেরাও আজকাল শ্বাসকষ্টে ভুগতে শুরু করেছে
মেঘের গড়িমসি ছেড়ে এসো না খুনি রোদ হয়ে
দখিনা বাতাসে মিশে ঠোঁট রাখো শব্দের ঠোঁটে
আবার জাগবো-বাঁচবো আবার হয়তোবা
প্রাণের বিপরীতে সব সুন্দর থাকুক তোমার জন্য
তর্জমা যতোই করো, যতোই টানো হিসাববিজ্ঞান
জেনে রেখো আমার প্রেমিক স্ত্রৈণ মন
ঋণগ্রস্থ জোছনার ছায়াহীন দুপুর আমি
জৈবিক পাথরে জমা ক্ষোভেরা শাসায়
আর কতো ঘুমুবে তোমার উন্মাতাল আবেগ?
ক্ষয় লুকিয়ে আর কতো হাঁটবে কাঙ্ক্ষিত পথের উল্টো দিকে।
রাজকন্যা, এসো এক হই।
জেনেশুনে শরীরের অগোচরে করি শরীরের অবমাননা
বিস্মৃতিকে পেছনে ফেলি- অহর্নিশ খোলা রাখি স্বপ্নের দেরাজ।