কবিতা

গুচ্ছ কবিতা সাজ্জাদুর রহমান

ভুল

একদিন ভুল করে ভুলের বীজ গিলে ফেলেছিলাম
তারপর পেটের ভেতরে একটি ভুলের গাছ জন্ম নিয়েছিলো
সেই গাছে অসংখ্য ভুলের ফুল-ফল থরে থরে জন্মায় সকাল বিকাল
আমার চেতনায় একে একে মৃত্যু যোগ হয়
আমি মরতে মরতে বেঁচে উঠি লক্ষ লক্ষবার
খুব আশ্চর্য মৃত্যু পরাজিত হতে হতে আবার পরেরবার মৃত্যুর জন্যে প্রস্তুত হয়!

ভুল যেন আমার পরম আত্মীয়
তার লাল-নীল বাহারি রঙ দিয়ে আমাকে সম্মোহন করে
সম্মোহন শোষিত সন্ধ্যায় আমি আর্তচিৎকার করে উঠি
আমার হাত পা চোখ কান চেঁচিয়ে অবাধ্য হয়
সমুহ যুদ্ধে যাবার
গোটা আমিও যুদ্ধে যাই
আমার আহত আমিত্ব আরেকটি ভুল করে গাছের খাদ্য হয়
ভুলগাছে ঝুলে থাকে পরাজিত ফুল-ফল!

পরাজয়

তোমার পাশে পরাজয় শুয়ে থাকে আমার্
পরাজয় নিশ্চুপ লাশের মতোন।
মারো, কাটো, রক্তাক্ত করো
তবুও সে লাশকাটা ঘর- লাশের মতোন।

কোনো অনিবার্য কারণে বুকে অপমান জ্বলেনা
ধপ্ করে নিভেনা জ্যোৎস্না পলক।
সহস্র রসদ হাতে অপেক্ষা করে সহস্র বছর!
অনিবার্য সুখ একচিলতে বৃষ্টি দেবে
তারজন্য প্রতিক্ষার শেষ নেই।

পরাজয়ের চোখ বোবা পাখির পরিভ্রমণ
শূণ্য দৃষ্টি, অনন্ত প্রশ্বাস-!

ক্ষুদিত প্রেম

পাখিদের ডানার মতো মেঘেদের ডানা ছিলো
ডানা আছে পৃথিবীর সব মানুষের
স্বাধীন মন উড়ে যায় যেখানে সেখানে।

সচ্ছল যামিনীতে স্বপ্নেরা কিশোর হতো
গগনে উড়ে যেতো প্রান্তিক চাষীর আবাদি ভ্রুণ
বহুবার হাত-নেড়ে ভাগ্য ছুঁয়েছে পৃথিবীর্।

তবু রং বদলায়নি–
ক্ষয়ে গেছে সব প্রেম নদী তীর ক্ষয়েছে যেমন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *