ইকবাল হাসান// প্রেম বিরহের ১২টি অনুকাব্য
অরোরা
যেদিন তুমি হৃদ-মাঝারে
প্রথম প্রদীপ জ্বালো
সেদিন ছিলো আকাশ ভরা
অবাস্তবের আলো।
ছন্দ
[তসলিমা নাসরিন সুচরিতাসু]
একটি কথা খুব গোপনে বলিঃ
যাতে তুমি ভুল না ধরো পাছে
ছন্দ শিখতে গিয়েছিলাম
শঙ্খ ঘোষের কাছে।
বৃষ্টি
যেদিন তোমায় প্রথম দেখি
বৃষ্টি ছিলো খুব
তোমার চোখে আমার ছায়া
কাঁপছিলো নিশ্চুপ।
হঠাৎ
বিস্ময় আর মুগ্ধতা ছিলো
বাতাস এবং সঙ্গিতে
একটি হৃদয় উঠলো কেঁপে
তোমার ভ্রুভঙ্গিতে।
তিলোত্তমা
তুমি আমার মুগ্ধ প্রেম
তুমি আমার ক্ষমা
তুমি আমার দিনের শেষে
রাত্রি তিলোত্তমা।
কষ্ট
আকাশ থেকে কষ্ট নেমে
লেকের জলে ভাসে
আমি তোমায় ধারন করি
গোপন দীর্ঘশ্বাসে।
পাশাপাশি
কোনোদিন যদি দূরে সরে যাই
পাশাপাশি তবু থেকো
বাস্তবে যদি কখনো না পারো
প্রেমের প্রতীকে রেখো।
অরু
ওভাবে তাকালে কেন
ওভাবে তাকালে ক্ষয়
ওভাবে তাকালে দূরের আকাশে
মৃত্যু জন্ম লয়।
নীল ও নিখিল
কী করে বোঝাই বলো
এ হৃদয়ে কতোটুকু ছিলে
সবটুকু সত্যি হ’য়ে
লেখা আছে নীলে ও নিখিলে।
দেহ
দেহ বলে, চলো যাই
মন বলে, থাকি
অবশেষে দেহ ছেড়ে
উড়ে যায় পাখি।
মন
মন বলে, যেও না
তবু আমি যাই
যদি কভু দূরাকাশে
তার দ্যাখা পাই।
হৃদয়
হৃদয় দেবো বলে আমি
কথা দিলাম যাকে
একটি হৃদয় দু’ভাগ করে
যায় কি দেয়া তাকে?
চমৎকা, ইকবাল ভাই। অন্তমিলের বৃষ্টিতে মন ভিজে গেলো…
ইকবাল হাসান,
অসাধারণ এই কবিতাগুচ্ছ।