খালেদ রাহী’র কবিতা
সোনা, অন্তত ক’টা দিন
তোমার হাঁড়িতে থাকার বাসনা
অন্তত ক’টা দিন জিওল মাছ
থাকতে দিও,সোনা
জানি তোমার বড়শিতে আটকা পড়েছি
আমার ভাগ্য রান্নাঘর
কাটাকুটি, আগুন
সোনা, অন্তত ক’টা দিন জিওল মাছ
বাঘ
যাচ্ছিলাম অন্ধকার মাড়িয়ে
কোথাও কেউ নেই
হঠাৎ চোখের সামনে বাঘ
চিনতে অসুবিধা হলোনা
বাঘের ধড়ে আমার মুন্ডু বসানো
অদূরে দাঁড়িয়ে মেয়েটি কাঁপছিল
তৃতীয়জন
সম্পর্ক একটা প্রয়োজন
আর ওটা খুবই ব্যক্তিগত
সম্পর্কে তৃতীয়জন ঢুকে গেলে
মাছ আর মরিচের প্রণয় উপ্যাখান
আর তৃতীয়জন আগুন গাছ
ঐ গাছের নিচে মাছ আর মরিচের
মাখামাখি বড়জোর কড়াই গরম নাগাদ
সুতারং সম্পর্কে তৃতীয়জন
মাঠের বাইরে থাকুক
তাকে খেলাতে ডেকোনা
জ্ঞান
কুয়োর ব্যাঙ একটা কুয়ো নিয়ে পুকুরে
পুকুরের ব্যাঙ একটা পুকুর নিয়ে কুয়োয়
ফলে,পুকুরের ব্যাঙ গুলো
কুয়ো বিষয়ক জ্ঞান লাভ করে
আর কুয়োর ব্যাঙ গুলো পুকুর বিষয়ক
একদিন সমুদ্রের ব্যাঙ একটা সমুদ্র নিয়ে এলো
আর ব্যাঙেরা বললো, তোমরা পুকুর, কুয়ো, সমুদ্র
রেখে আসো; অমরা কেবলি ব্যাঙ বিষয়ক জ্ঞান
লাভ করিতে চাই !