চপল মাহমুদ এর কবিতা
নিরব আগ্রাসন
সবুজ বনে জাল বুনেছে
ধুষর সবুজ
প্রকৃতির চারপাশে
প্রাণহীন শূন্যতা
ফুল ফল পাখি সব উদাও
নেই মায়া মাখা ছায়া
চলছে
নিরব আগ্রাশন।
জমে উঠেছে
বিপন্নতার মহা উৎসব
শিকড় গেড়ে দাড়িয়ে
ইউকালেপ্টাস বন।
প্রকৃতির প্রানে বিষ
ডুকছে মানব হাতে
বাঁচার জন্য মরণ ফাঁদে
দিচ্ছে পাঁ এক সঙ্গে।
অল্প জমি অধিক ফসল
কম সময়ে বেশি ফলন
বারছে আকার কমছে স্বাদ
প্রকৃতির চারদ্বারে
জমে উঠছে
শুধুই বিস্বাদ
থেকে থেকে তাই
বিরূপ আচরণ.
চলছে
নিরব আগ্রাসন।
পরম বন্ধু
পরম বন্ধু আমার
জীবনের পরত পরতে
জেগে থাক মহা যুদ্ধে
চলার পথে
তোকে পাই
বন্ধু
তোকে ভাঙ্গিয়ে খাই
দেখি পড়ি
তোকে শুনতে পাই
মুছি আবার আকি
আমার
আগামির ভাবনায়
বন্ধু
তোকে সাজাই লুকাই
হাসি হাসাই
হারাই খুজি বারবার
তোকে নিয়ে খেলি
আলো আধার
বন্ধু
তোকে ভাঙি গড়ি
তোর বুকে জন্মই মরি
তোকে নিয়ে
কাটাই বর্তমান
বয়ে যাই
আগামীর প্রানে
ভব প্রকৃতি
পরম বন্ধু আমার
তবুও
তোকে কাদাই।
ঋণী
আমি
নিঃশ্বাসে নিঃশ্বাসে ঋণী
প্রকৃতির কাছে
ছুটি ক্ষনে ক্ষনে
প্রান পনে
বাঁচার যুদ্ধে
জীবন তালিকায়
শত চাহিদায়
জাগি দিবা রাত
কত প্রয়োজন
মেখে জীবন
আগামী চলায়
চাই অক্সিজেন
অন্ন বস্ত্র বাসস্থান
চাই আরও
কত কত কি
আমার বেঁচে থাকা
প্রকৃতির
অকৃপন অবদান
তাই
গাছ লাগাই
ঋণ কমাই
বাচাই পরিবেশ
প্রান বৈচিত্রের খেলায়
সুখ সমৃদ্ধি মেখে
সুস্থ থাকি বার মাস
প্রকৃতির মাঝে
নিজেকে ভালবেসে।
আমি
নিঃশ্বাসে নিঃশ্বাসে ঋণী
প্রকৃতির কাছে।
নিরব দর্শক
আমি এক নিরব দর্শক
বুঝেও বুঝিনা
বুঝতেও চাই না
আমি
চোখ থাকতে দেখিনা
কান থাকতে শোনিনা
মুখ থাকতেও বলিনা কিছু।
বিবেক আমায় করেনা দংশন
পরাধিনতার পালঙ্কে
ঘুমিয়ে আছে বোধ
আমি
বাক্সে বন্দি চাকর
বাক্সে খুজি দুনিয়া
প্রতিদিন বদলাই রুচিবোধ
আমি
রক্তে মাৎসে রবট জাত
ভাললাগে ক্যামিকেল
খুজিনা প্রকৃতির স্বাদ
আমি
ডাঙায় পাঁ রাখিনা
উচ্চে করি বসবাস
আমার ঘুম ভাঙ্গেনা
পাখির ডাকে
দেখা হয়না ভোর
প্রকৃতি
সে তো এখন
অনেক দুর.
আমি
আর এখন চাষা নই
খাই পিজা ভারগার
কোলড্রিং
খুজিনা মিষ্টি দই.
আমি নিরচিন্তে
সন্তানের হাতে
তুলে দিতে পারি
ফরমালিনের বিষ
নিরবিগ্নে
ঘ্রাস করতে পারি
প্রজন্মের অধিকার
উপহার দিতে পারি
প্রানহীন ধূষর আগামি.
আমি
সচেতন ভাবে
অজ্ঞেনতার মোড়কে
বিপন্নতার আত্মচিৎকার
সইতে পারি নিরবে.
আমি
প্রকৃতির বৈরিতায়
হইনা প্রভাবিত
সচেতনতার গায়ে
দোষ চাপিয়ে
সাড়ি দায়িত্ব.
আমি
ভুলে গেছি
জননী জন্মভ‚মি দেশপ্রেম
আমি
খুজিনা ভালবাসা
বুঝিনা আবেগ
ও সব তো এখন
শুধুই সাবেক..।
বিপন্নতার চিৎকার
হে মানব
কোথায় তোমার মানবতা..?
আমারও তো আছে
পৃথিবীর বুকে
বাঁচার অধিকার.
তবে কেনও
আজ আমি বিপন্ন..?
বিলুপ্তের দ্বার প্রান্তে দাড়িয়ে
বেহাল আমার বর্তমান
বেহাল টিকে থাকা
পৃথিবীর
সবখানে কোনে কোনে
দখল নিধন দূষণে
আজ আমি কান্ত
বাঁচার যুদ্ধে।
এর জন্য দোষ আমি
তোমায় দেব
তুমি না স্রেষ্ট
জগৎ সম্রাট প্রজ্ঞাবান
কোথায় তোমার বিবেক..?
এ কেমন আচরণ
কেন এই বর্বরতা..?
তুমি কি শুনতে পাওনা
প্রকৃতির চারপাশের
বিপন্নতার চিৎকার..?
এখনো বুঝে উঠতে পারনি
আগামীর ভয়াবহতা..?
বুঝবে বুঝবে
সব হারিয়ে
সে দিন
খুব বেশি দুরে নয়
আমার মত তোমাকেও
ঘ্রাস করবে বিপন্নতা
এখনও সময় আছে
ছাড় স্বার্থপরতা..।
হে মানব
কোথায় তোমার মানবতা..?
অবাক কবি
সুন্দরবনে বাঘ নেই
খেলার মাঠে বাঘ
এমন দৃশ্যে কবি
রীতিমত অবাক..!
নিরবে কাদে বন
আগ্রাশনে
বিপন্নতা ছড়িয়ে গেছে
সব প্রাণে.
দুযোগ
দূষনের দংশনে বন
তার উপর আবার
অগ্নীসংযোগ হত্যা নিধন.
কমতে কমতে
একশ ছয়
সুন্দনবন রক্ষায়
বাড়লো ভয়.
থাকবেনা যেদিন
বাঘের ডাক
ধ্বংস নীলায়
বন হবে নির্বাক.
সব হারিয়ে
অন্য সব বনের মতই
সুন্দরবনও হবে টাক..।
এমন দৃশ্যে
কবি
রীতিমত অবাক.!