গুচ্ছ কবিতা রুদ্র সাহাদাৎ
তুমি আসোনি আর
ডলফিন মোড়ে দাঁড়িয়ে অাছি
আসি আসি করেই কেটে গেলো অনন্তকাল।
নাট্যমঞ্চে যেনো চলছে প্রকাশ্যে সার্কাস
আশাহীন
কথাহীন
স্বপ্নহীন
বাউণ্ডুলে অন্ত্যমিলহীন যৌবন
হৃদপিণ্ডজুড়ে কেবল পাঁজর ভাঙ্গার শব্দ।
বুকপকেটে তোমার চিরকুট ভিজে গ্যাছে ঘামে
চৌদিক আন্ধার,আমার শহরে সন্ধ্যা নামে।
ডলফিন মোড়ে দাঁড়িয়ে আছি – সমুদ্র শহরে
নীল জলের ঢেউ হৃদয়ের তৃষ্ণা মেঠায়।
দেখি লাল কাঁকড়ার পদচিহ্ন
শুনি গান সাগরলতার
তুমি আসোনি আর ভালোবাসার ঠিকানায়…
হারানোর শঙ্কায় ঘুমহীন
মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রতিদিন
টেলিভিশন,পত্রিকা,রেড়িও ফেসবুকজুড়ে নিউজ
প্রাণহানী এতো এতো জন
জ্বর শর্দি কাসিতে হচ্ছি কুপোকাত…
স্বজন হারানোর শঙ্কায় ঘুমহীন
মানুষ কাঁদছে। মানুষ দৌঁড়াচ্ছে।
অন্নহীন মানুষ। বস্ত্রহীন মানুষ।
শোক সংবাদে,শোকার্ত দেশ, শোকার্ত পৃথিবী।
শোকার্ত চোখ লাল হয়ে যাচ্ছে
ফ্যাকাসে হচ্ছে জীবন…
সংসার মানে মরিচীকা
চলতি পথে যেনো আটকে যাই ফাঁদে
পেছনে তীর ধনুক তলোয়ার আর বন্ধুক তাক করা সৈনিক
ঘোড়ার পায়ের আওয়াজ-সজাগ কান।
মানুষ যে যার মতোন সরে যাচ্ছে, আত্মরক্ষায় ছোটাছুটি
আদিগুহায় থেকেও শান্তি নেই, মাঝেমধ্যেই আপনেই মারে মরণটান।
ক্রুশবিদ্ধ জীবন, পেরেকে পেরেকে রক্তাক্ত
অসহায় কিছু চোখ তাকিয়ে তাকিয়ে কাঁদে
নিঃস্তব্ধে আমৃত্যু
বোকা কিছুমুখ স্বার্থ খুঁজে জানে না
সংসার মানে মরিচীকা…
সাপলুড়ু
জিততে জিততে হেরে যাই
ধাপে ধাপে ধাক্কায় পড়ে যায়
রক্তাক্ত অন্তমিলহীন জীবন
ঘুমহীন
স্বপ্নহীন
আশাহীন
কথাহীন বেঁচে থাকা
হেরে যাওয়া বোধহীন মানুষ শোকার্ত হাওয়ায় ঘুরি
আকস্মিক ভালোবাসার ছোঁয়ায় হেঁটে যাই
বারেবারে কেনো যে,জিততে জিততে হেরে যাই
প্রভু সব জানে, সব দেখে
চার ছক্কার চক্করে মইহীন পা…