কবিতা- মোঃ জানে আলম (বিদ্যুৎ)
হৃদয় বিসর্জন
নির্বাক ক্ষতের সুর অশ্রুদ্বগ্ধ শিখা!
মধুর মায়ার ছলে সিগ্ধ প্রহেলিকা।
ব্যাথার গাথিকা ভরা ছিন্ন হাহাকার
দ্বগ্ধ প্রেমকন্ঠে করেছে সব উজার।
দাহ্য মরুতল আর স্বপ্নখন্ড আশা!
ভস্মীভূত চিরতরে অভিমানী ভাষা।
নিভৃত প্রাণ প্রিয়তি ভরে সুপ্ততায়!
অভিশপ্ত পাড়ি রাত অতি হীনতায়।
রক্তিম আঙ্গারে ভরা হৃদয়তা টান!
অশ্রুর নদীতে ভাটা বিষন্নতা প্রাণ।
অন্তহীন শূন্যতায় উচ্ছাসিত খেলা
হৃদয় কুটিরে প্রিয় ভুলোমন বেলা।
ধূসর ব্যথায় আলো প্রিয়তায় মন!
শোকের অচেনা সুর হৃদ বিসর্জন।
বিষাদিত ফুল!
মমতায় ভরা তার গড়ন অতল!
দুটি আঁখি নির্জল ভরা ছলছল।
নিরবধি ছিলে তাই হৃদয়ের টান
বিরাজিত হয় তব অনুরাগী প্রাণ।
অন্তর শ্রয় উন্মাদ ভালবেসে যায়
বিদগ্ধ হয় হৃদয় ব্যাকুল আশায়।
সহর্ষ প্রিয়তি ভরা বিলাসী যতন!
পাষাণের মন জুড়ে হয় সঁজীবন।
বাসনায় ছিল ভুল কৃত অভিপ্রায়!
আঁখিজল ঝরে ধার করুণ ব্যথায়।
বৃথায় সুখ বিলাস হৃদে আশাবান!
পরিতাপে কেটে যায় ঘৃষ্ট দিনমান।
নিদারুণ শোকানলে দূরতায় সাথী!
বিষাদের ফুলমাল্য অনিদ্রায় রাতি।
গৃহসুখ!
বিষাদের স্মৃতিতায় শোকভরা মন
দিনমান অবসিত জাগানিয়া ক্ষণ।
অকরণি ভরা ভুল মিথ্যে অভিমান
মুছে যায় অনুরাগ হারা অস্তিমান।
অনিদ্রায় গ্লানি আর অভিশঙ্কা মন
বিস্ময় ভরা ভাবনা হৃদে অধিগম।
চিন্তিত নব চেতন দাহ্য পিয়াসায়
বিসর্জন হয় তার শত প্রতীক্ষায়।
ফিরে আসে সুখময় গৃহভরে ক্ষণ
নিরবদ্য ফুটে ফুল পুষ্পমাল্য বন।
লতাগৃহে দেবপুর মোছনীয় ব্যাথা
অনুরতি বারবার প্রীতি সমানতা।
হাসিমুখ ধীরে ফিরে করে সুধাময়
মর্মজালা নেই আর গৃহে সুখ রয়।
