খালেদ রাহী ‘র কবিতা
শয়তান
চিনিতো তিনি শয়তান
ঈশ্বরের বাগানে ঘাস কাটে
ইদানীং তার চর্বি বেড়েছে
পেট ও কিছুটা পৃথিবীর গোলপেটের
মতো দ্যাখায়
মানুষ কুবুদ্ধিতে
শয়তানকে হারিয়ে দিচ্ছে … ফলে
তিনি ঘাস কাটছেন ঈশ্বরের বাগানে
পাছায় ও তার মাংস বাড়ছে …
নিয়তি
সেই কবে থেকে মই বানাচ্ছি
সূর্যটা পেড়ে আনবো
এই পৃথিবীতে বড্ড অন্ধকার
আমার একটা সূর্যপৃথিবী চাই
মইয়ের জায়গায় মই থাকে
আমার পা দুটো চুরি হয়ে যায়
নিয়তি তাকে চুরি করে নিয়ে
যায় কিংবা অকেজো করে দেয়
আমার আর সূর্যপৃথিবী হলো না !
পৃথিবী
সাতটি দোজখ
আমাকে হাবিয়াতে ফেলেছে
এখানে সাপ, গন্ধম দুটোই আছে
গন্ধম দেখে আমার আনন্দ হলো
খেলাম ।
এবারতো পৃথিবীতে যাবো
ঈশ্বর রাজি হলেন
দৌবারিক রাজি হলেন না
হিটলার বলেই কথা
বললো, বেকুব, পৃথিবীতে যাবি
যুদ্ধ চলছেতো। !
বাচ্চা খরগোশ
রাস্তা দিয়ে হাঁটছিলাম
একটা বাচ্চা খরগোশ
থমকে দাঁড়ালাম
বাচ্চা খরগোশ চলে যাচ্ছে
একটা বুড়োর হাত ধরে
আমিতো হাত বাড়িয়েছিলাম
সম্ভবত
বাচ্চা খরগোশের
চোখ থাকে না ।
