কবিতা

জন্মদিনে কবি বাবুল আনোয়ার-এর একগুচ্ছ কবিতা।।

কেউ ঘুমোতে পারেনি জেগে আছে জোছ্নায়
হাওয়ায় উড়ছে চুল রমণীদের অস্হির মন
গল্পেগল্পে মহাদেশ, রাজনীতি,অর্ন্তবর্তী সরকার
বেশ মাতামাতি গরম সংলাপে
পতিত জমিন গড়িয়ে জলের প্লাবন
কারু কোনো নিশানা নেই সেদিকে
রাত বাড়ছে কমে আসছে সংলাপ সংহার
মৃত জোছ্নায় বসে থাকে অনলাইন প্রেম।

সন্ধ্যা হলে সবাই পরবাসী হয়
ছায়ায় ক্রোধে মধ্যবর্তী প্রেম
সমূলে ডিলিট করে মননের ছবি
বৈরাগ্য সুখে অঢেল স্বপ্নগাথা
মানুষ ফিরে না আগের মতো
ফিরে শুধু স্বাধীনতা স্বপ্নময় ভোর।

ফিরে এসে আগের মতো
গোল্ডেন হ্যান্ডশেকে সে
মাতিয়ে তোলে অন্তর্বর্তী সকাল
নির্বাসনে যায় মৃত্তিকা ঘ্রাণ
আবাদি ভূমি, পিতামহের মুখ
নির্বাসন বধ করে শুভ্র বিকেল।

মা কাছে এলে খুব স্বাভাবিক সুন্দরেৃ
আমার শ্রেষ্ঠ কবিতাটি লেখা হয়ে যায়
শব্দ,ছন্দ,চিত্রকল্প,অনন্য উপমায়
সমস্ত সীমানা জুড়ে দিগন্তের হিল্লোল
দোল খায় জোছ্না ও জলের ধারায়
আনন্দ অথবা বিষাদ গভীরতায়
ভরপুর বর্ষার নদী বয়ে যায়,ছঁয়ে যায়
একটি শব্দে জেগে ওঠে পৃথিবী আমার
খুব সহজে যখন বলে উঠি ‘ মা ‘।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *