কাব্যশীলন সংবাদ

পদক্ষেপ বাংলাদেশ-এর ভোলা জেলার আহ্বায়ক কমিটি

পদক্ষেপ বাংলাদেশ-এর ভোলা জেলা কমিটি গঠিত, রিপন শান আহবায়ক ও তাসলিমা হোসেন সদস্য সচিব।

কালে-কালান্তরে-মাটি-মানুষে সমৃদ্ধ… শ্লোগানে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন পদক্ষেপ বাংলাদেশ-এর ভোলা জেলা কমিটি গঠন করা হয়েছে । সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য কবি রিপন শান কে আহবায়ক এবং দক্ষিণ ভোলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তরুণ শিক্ষাবিদ তাসলিমা হোসেন কে সদস্য সচিব করে গঠিত ভোলা জেলা পদক্ষেপ বাংলাদেশ-এর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কবি বাদল চৌধুরী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গবেষক জান্নাতুন নিসা ।
কমিটির সম্মানীয় সদস্যরা হলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনির আহমেদ শুভ্র, শিল্পী মণি দে, তরুণ শিক্ষাবিদ মিজানুর রহমান কামরুল, হোসনে আরা নাহার, সমাজকর্মী রাশিদা বেগম, শিল্পী প্রবীর কুমার দে, সমাজকর্মী মোজাম্মেল হক, হুমায়ুন কবির মৃধা, শিল্পী মোশারফ লাবু, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক মশিউর রহমান পিঙকু, সাংস্কৃতিক সংগঠক জিল্লুর রহমান তুহিন, শাহাবুদ্দিন মিয়া, সমাজকর্মী ফখরুল আলম, সাংবাদিক জাহিদুল ইসলাম দুলাল, মিজান হাওলাদার, মানবাধিকারকর্মী জাকির হোসেন জুয়েল, প্রভাষক মোহাম্মদ ইব্রাহিম, রণিকা রাণী দাস ও নিয়াজ মেহেদী ।
পদক্ষেপ বাংলাদেশ ভোলা জেলা কমিটি জাতীয় কমিটির সাথে সমন্বয় করে প্রতিবছর আন্তর্জাতিক ইলিশ পর্যটন ও উন্নয়ন উৎসব, বিজয় মাসের প্রথম প্রভাত, গার্সি উৎসব সহ লোকজ ও মননশীল উৎসব সমূহ উদযাপন করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *