বিপিএ নির্বাচনে ফয়েজ রেজার ইশতেহার
ব্রডকাস্ট প্রোডিউসারস এসোসিয়েশনস (বিপিএ) এর নির্বাচনকে কেন্দ্র করে ১০ দফা নির্বাচনী ইশতেহার
ঘোষণা করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়েজ রেজা। ২১ মার্চ সংগঠনের ফেসবুক পেইজে এক ভিডিও
বার্তায় তিনি ইশতেহার ঘোষণা দেন। তাঁর ঘোষিত ১০ দফা নির্বাচনী ইশতেহারে রয়েছে- ব্রডকাস্ট
প্রোডিউসারস এসোসিয়েশন এর নিজস্ব একটি নিউজ পোর্টাল তৈরি করা, ওটিটি প্লাটফর্ম প্রতিষ্ঠা করা,
সংগঠনের সদস্যদের পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করা, বিপিএ এর নিজস্ব কার্যালয় ও ক্লাব প্রতিষ্ঠা করা,
সংগঠনের সদস্যদের পক্ষে আইনি সহায়াতা প্রদান করা, সদস্যদের জন্য কল্যাণ তহবিল, উন্নয়ন তহবিল গঠন
এবং সদস্যদের জন্য স্থায়ী আবাসন প্রকল্প গ্রহণ, সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং সংগঠনের সদস্যদের স্বার্থ
সুরক্ষা করা।
এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক, অর্থ,
দপ্তর, প্রচার প্রকাশনা, জনসংযোগ, শিক্ষা তথ্য গবেষণা ও প্রযুক্তি, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদকসহ
বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৫ জন সদস্য।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- গাজী টিভির নির্বাহী প্রযোজক- মোহাম্মদ শাহাবুদ্দিন এবং
এনটিভির অনুষ্ঠান ব্যবস্থাপক- জাহাঙ্গীর চৌধুরী।
লেখক, তথ্যচিত্র নির্মাতা ও মাছরাঙা টেলিভিশনের সাবেক অনুষ্ঠান প্রযোজক- ফয়েজ রেজার সঙ্গে সাধারণ
সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র প্রযোজক- স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন- দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও তথ্যচিত্র
নির্মাতা- ফুয়াদ চৌধুরী। নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন এটিএন নিউজ এর হেড অব প্রোডাকশন
কাজী নাজমূল আলম তাপস এবং তথ্যচিত্র নির্মাতা শবনম ফেরদৌসি।
বিশ্ব সাহিত্য কেন্দ্রে আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হবে এই নির্বাচন।