শিল্প-সংস্কৃতি

প্রাবন্ধিক মিলু শামস পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২১

সাহিত্যের বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর ৮ জন পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২১। রোববার ৭ নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি।

পুরস্কার প্রাপ্তরা হলেন, কবিতায় শাহেদ কায়েস, কথাসাহিত্যিক ফারহানা রহমান, লোক-গবেষণায় তপন বাগচী, প্রাবন্ধিক মিলু শামস, নাটকে এনায়েত উল্যাহ সৈয়দ শিপুল, সামগ্রিক সাহিত্যকর্মে রহমান হাবিব, শিশুসাহিত্যিক অদ্বৈত মারুত ও সংগীতে স্বরূপ রতন দত্ত।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি কবি নূরুন্নাহার মুন্নি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি স্বচ্ছতার সঙ্গে পুরস্কার প্রদান করে আসছে। এর আগে কবি বীরেন মুখার্জী, কথাশিল্পী হামিদ কায়সার, কবি জামসেদ ওয়াজেদ, প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেন, কথাসাহিত্যিক শামস সাঈদ, শিক্ষানুরাগী আজমল হোসেন চৌধুরী, কবি স্বপন রক্ষিত এবং লেখক ও সংগঠক নূরুল ইসলাম ফরহাদসহ দেশের অনেক গুণীজন এ পুরস্কারে ভূষিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *