শুভ জন্মদিন কবি ও কথাসাহিত্যিক তারেক হাসান
শুভ জন্মদিন কবি ও কথাসাহিত্যিক তারেক হাসান। জন্ম ১লা জুলাই ১৯৮৪ইং খ্রীস্টাব্দে শেরপুর জেলার নন্দীর বাজার গ্রামে।পিতাঃ মরহুম বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম মাতাঃ সুলতানা রাজিয়া। পেশায়ঃ ইঞ্জিনিয়ার। তারেক হাসান সাহিত্যের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। স্কুল জীবন থেকেই লেখালেখির হাতে খড়ি। কবির এই পর্যন্ত গ্রন্থের সংখ্যা ৭ টি তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ “রক্তাক্ত সিঁড়ি, ভাষণের নাম স্বাধীনতা, আমি বিদ্রোহী বলছি এবং গল্প গ্রন্থ নাজিমপুরের নাজিমুদ্দিন ও চলন্ত ট্রেনে ঝুলন্ত প্রেম। এই পর্যন্ত বেশকিছু সম্মাননাও তার ঝুলিতে নজরুল গবেষণা ও চর্চা একাডেমি থেকে ” নজরুল পদক-২০১৭ এবং সোনার বাংলা সাহিত্য সম্মাননা -২০১৮। কবিও কথাসাহিত্যিক তারেক হাসানে গল্প, কবিতা, ছড়া বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। সোনার বাংলা সাহিত্য পরিষদের বর্তমান প্রেসিডিয়াম কমিটির সভাপতি এবং বাবাই পাবলিকেশন্স এর সত্ত্বাধিকারী ও প্রকাশক। বর্তমান সময়ের আলোচিত সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলন এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আমরা এই লেখকের জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।