কবিতা।। শাহীন রেজা রাসেল।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা
মােহ এবং ভ্রান্তি
সেই কবে থেকে অপেক্ষা করছি,
দরজায় টোকা দিয়ে যাচ্ছি বারংবার,
তবু তুমি দরজা খুলছে না।
অপেক্ষার অবসান ঘটিয়ে
সামনে এসে, মিষ্টি হেসে
আমায় জড়িয়ে ধরছে না।
তবে কি আমাকে অপেক্ষায় রাখতে
ভালাে লাগে তােমার?
নাকি দরজার ও পাশে তুমি নেই,
নাকি তুমি বলেই কিছু নেই,
সবটাই কি মােহ?
তবে আমার এই অপেক্ষা কি ভ্রান্তি,
কিংবা দরজায় টোকা দেয়া?
একটা আগুন দুপুর
রাত শেষে জেগে ওঠা আলাের সকাল
আমাকে আলাে দেয় না বহুদিন,
যে ভােরের অপেক্ষায় রাত জেগে থাকা,
সে ভাের আসেনি আজো সুনিশ্চিত।
কেমন যেন কান্না কান্না ভোর, দোয়েলের শিস
কান্নায় ডুবে থাকা বিষন্ন প্রহর।
ছেড়া ছেড়া আমাকে, কুড়িয়ে কুড়িয়ে
জোড়া দিতে দিতে কেটে যায় রাত,
রাত গড়িয়ে ভাের, ভাের গড়িয়ে মিষ্টি রােদ
আমাকে ছোবার আগেই,
ছোঁ দিয়ে নিয়ে যায় একটা আগুন দুপুর,
আমি তখন শুধুই পুড়ি …
পালাও
এ শহরে একটা ঝড় হবে,
সােডিয়াম বাতির পােস্টগুলাে
মুখ থুবড়ে পড়বে,
বৃষ্টি পালাবে বহুদূর,
গাছগুলাে পত্রবিহীন
উলঙ্গ হবে।
পাখিরা হারাবে কোথায়
কেউ জানবে না,
এমনকি থাকবে না
একটিও কাক,
ধুলায় আচ্ছন্ন হবে সব,
পালাও, পালিয়ে যাও
ঝড় আসার আগেই পালাও।
নেশা
ছিপি খোলার আগেই
হুইস্কির বােতলটা ভেঙে গেলো,
তবু ভরপুর নেশা হলো,
তােমার গভীর ও দীর্ঘ চুম্বনে
নিবিড় ও দৃঢ় আলিঙ্গনে,
পাড় মাতাল হলাম আমি।
আহা, কোথায় ছিলাে এ সুধা
মদ আর খাবাে না,
ইচ্ছে হলে, তােমার ঠোট থেকে
আমার ঠোটের পেয়ালায়
ঢেলে দিও কয়েক পেগ…
আমি নেশায় হবাে বুঁদ।