কবিতাবিশেষ সংখ্যা

কবিতা।। মাসুদ মুস্তাফিজ।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা

দেহশাস্ত্রের পান্ডুলিপি

জীবনরে ভেতর অন্যজীবন এক ধরেেনর নোনতা মামুলি ঈশ্বর
যার রাজ্যে বসতি করে প্রেম ও শাসনতন্ত্রের শারীরিকসূর্য
তুমি নকল স্বপ্নদর্শন চুরি করো-সরকারি ভালোবাসায়
আমার সারাদেহ সতিন রক্তে সয়লাব আর রাজতন্ত্র সন্দেহাতিত
সর্ম্পকের বাতিক শীতার্থলোক
দুইজনার সাথে আছে ফারাক আছে দূরমিল তবুও ঠুকাঠুকি
যাপনশব্দে হৃদকমলের মোহনদৃশ্যাবলি
হাঘর থেকে বেরিয়ে পাখি একদিন ওড়ে আকাশে শূন্য
করে যৌনশর্ত মুছে যায় দ্রোহপ্রেমশাস্ত্রাবলি!

তৃষ্ণা

এতোদিন ভেবেছিলামÑবিষয়ের মতোই তুমি অন্ধকার সত্য এক দুর্ভেদ্য,আমার নির্বাচিত চুমু ফুরিয়ে যাবার তুমুল উদ্বেগ
আমি ভয়ে ভয়ে ডুবজল খাইÑ
জল খেতে খেতে আর কোথাও ফিরে যাবো না তৃষ্ণা
এ পাগলামি মৌসুমে রেখেছি মধুচক্রে নতুন বাংলাকবিতার পয়াচাষি-প্রসূত এ্যাক ছন্দের সুনিবিড় জলপথে রহস্যঢেউÑদু’কুল ছাপিয়ে যায়
একবার তুমি অফলিত মন ও হারের বনে তাকানো চোখবাজিকর সন্ধ্যা…

জীবন এ্যাক অসুখের নাম

ক. ভাষা মানুষের রঙ বদলায় জন্মের সৌন্দর্যে
খ. ভাষা মানুষের রঙ সৃষ্টির মৃত্যুর অনিবার্য বিষাদময়
গ. ঈশ্বর কখনো ঘুমের বড়ি খান না
কারণ ঈশ্বর নিজেই ঘুমের অলৌকিক কারখানা
ঘ. পাতা ঝরে কিন্তু আকাশ ঝরে না
মাটি ও আকাশই পানির একমাত্র উৎসপ্রকল্প
ঙ. এ্যাক পৃথিবীর মহাবাস্তবতা হলো মনের ঘুমপুরানে সাগর সৃষ্টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *