কবিতা।। মাহফুজা অনন্যা।। ফেব্রুয়ারি কবিতা উৎসব সংখ্যা
অদ্ভুত একপাল কুকুর
সবুজের মশাল জ্বেলে গাছগুলো নির্বিকার দাঁড়িয়ে থাকে
জ্বলছে রাস্তা, জ্বলছে যান, জ্বলছে জীবন!
এরকম দৃশ্যে আহত হয়ে আমিও পড়ে আছি বহুদিন
বাইরে বেসামাল আগুন!
এই শহরের বাতাসে ছোঁয়াচে আগুন দাউদাউ জ্বলছে
নাক, মুখ, চোখ বেয়ে বুকের গভীরে ঢুকে ধ্বংস করছে নিঃশ্বাস-যন্ত্র-ফুসফুস
ও নিয়ন্ত্রণহীন আগুন তোমাকে বলি, এই শহরে বড় বড় পাপের সাক্ষী ঐ রাতের তারা,
তারাদের জিগ্যেস করো, সূর্যের মুখোমুখি হও,
শুনবে, পাপ দেখতে দেখতে ক্লান্ত জোৎস্নামাখা চাঁদও!
অথচ এই শহরেই এতদিন সব পাপ বৈধ ছিল,
মদ, জুয়া, ক্যাসিনো, মন্ত্রী, নারী সবাই স্বাধীন ছিল যে যার মতো।
আমিও দেখেছি, সন্ধ্যে হলে এ শহরে জুলফির মতো ভালোবাসা উড়তো,
যেভাবে বাজেয়াপ্ত তরমুজ হাতে হাতে ভাগ হয়ে যায়, তেমনি ভালোবাসাও টুকরো টুকরো হয়ে ভাগ হয়ে
যেতো নিমেষপাতেই!
আহা! আগুন এসেছে এক, অদৃশ্য আগুন!
আমিও ব্যর্থ মানুষ আগুনকে বড্ড ভয় পেয়ে বহুদিন একটি ছাদের নিচে একই দৃশ্যে পড়ে আছি,
শুধু বুঝতে পারি মগজের রিড টিপে টিপে দুরন্ত একটি পেরেক দারুণ ঠুকে ঠুকে উপরে উঠে যাচ্ছে, উঠে
যাচ্ছে, উঠে যাচ্ছে…
শহরে,
গ্রামে,
লোকালয়ে…
বিরামে,
ভ্রমনে,
আয়োজনে…
গভীর থেকে গভীরে ক্ষত করে চলেছে!
বুকের ভিতর কুকিয়ে ওঠে অতি জাগরিত অদ্ভুত একপাল কুকুর!