আমিনা সুলতানা সানজানা’র কবিতা
প্রাক্তন
সামাজিক নিয়মে আলোকঝলমল উৎসবে
বাজবে সানাই, হবে হইহল্লোর। তারপর…
অপরিচিত কারো বাহুডোরে গভীর আলিঙ্গন!
তবুও ভুল বুঝাবুঝির উর্ধে থাকুক প্রেমের স্মৃতি
ফ্রেমে বেঁধে রাখবো দু’টাকার বাদাম খাওয়া।
পুরানো বাঁশিতে বাজবে মাতাল করা সুর।
পাশাপাশি থাকবো না দু’জন, থাকবে না বন্ধন
পথ দুটি দু’প্রান্তে যাবে, তাতে কি বা এসে যায়?
যা ছিল তার জন্য শ্রদ্ধা রেখো, শুধু এইটুকু
মনে রেখো ভালোবাসা ছিল ক্ষণিক হলেও।
পথ হারিয়ে যায়, মানুষ পরিবর্তন করে অবস্থান,
বুনো ঘ্রাণে থেকে যায় অনুভূতি।
কেন ভুলে যাবে, কেন ভুলতে বলো?
যা ছিল তার কিছুই কি ছিল না আমার?
অথবা তোমার? অথবা আমাদের?
চল তবে যাবার আগে প্রেম স্মৃতি উৎসবে মাতি,
আজ না হয় নয়, একদিন তো ছিলাম দুজন
দুজনার সাথী!
ভাঙ্গা গড়ার খেলা
ইটের খোয়ার মতো মন ভাঙ্গে বারবার
নদীর পাড়ের মতো ভাঙ্গে দুঃখের জোয়ারে
কখনো কাছের, কখনো দূরের মানুষজন
নিত্য করছে মন ভাঙ্গার মহা আয়োজন।
যাকে ভেবেছি হৃদয়ের মহাজন…
বুঝে না বুঝে সব সপেছি যার কাছে,
বিষধর সাপের ফণাতুলে ছোবল মারে!
নিমেষেই ভুলে গেছে ওরা, ভুলে যায় তারা!
রং বদলায়, খোলস পাল্টে খুঁজে নেয় নতুন…
অথচ আমি পড়ে রই তাদের ফিরবার অপেক্ষায়।
এভাবে একদিন বর্তমান ফিকে হয়ে আসে।
পুরাতন চিত্ত আবার নতুন কাউকে ভালোবাসে।
কাছে টেনে নেয় পরম আস্থায়।
জীবনে চলার পথে বিশ্বাসে সাজাতে হয় মনকে।
উদার হয়ে খুলে দিতে হয় আবার সম্ভাবনার দ্বার।
কিন্তু এ যে ভাঙ্গা গড়ার খেলা, না হয় যাবে গড়িয়ে বেলা!
বিশ্বাসের ঘরে ধরবে আবার চির, ভাঙ্গবে
আবার মন, গড়বে আবার নদী অন্য কূলে তীর।
তোমায় ছবি আঁকি
কত সহজে বলে দিলে দূরে চলে যেতে!
তবুও গাংচিল হয়ে উড়ে বেড়াই
তোমার স্মৃতির আকাশ ঘিরে।
খুব আবছা, খুবই অস্পষ্ট সে আকাশ।
কোথাও ছিলে না, আবার ছিলে সবটুকু জুড়ে
চাতকিনীর মতো তৃষ্ণার পেয়ালায় তোমার নাম…
নিঃস্বতার সংজ্ঞায় দেউলিয়া হয়েছি যে পথে,
নীরবতা জেনেছে কেবল চোখের ভাষা পড়ে
তুমি যত গিয়েছ দূরে আরো দূরে সরে
আমি তত ধারণ করেছি তোমায় গভীরে।
তুমি দূরে চলে যেও, আমি না হয় কাছে রাখি
আমার জগৎ জুড়ে অন্ততকাল শুধু তোমার ছবি আঁকি!