আসছে মাহফুজুর রহমান সৌরভের কাব্যগ্রন্থ ‘জাগরণী ঠোঁটে দ্রোহের চুমু
আসছে মাহফুজুর রহমান সৌরভের কাব্যগ্রন্থ ‘জাগরণী ঠোঁটে দ্রোহের চুমু’অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার একুশে প্রকাশ হতে যাচ্ছে আপাদমস্তক প্রেমের কবি মাহফুজুর রহমানের কাব্যগ্রন্থ ‘জাগরণী ঠোঁটে দ্রোহের চুমু’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ। গ্রন্থটি প্রকাশিত হবে শুদ্ধপ্রকাশনী থেকে। মূল্য ১৬০ টাকা। এটি কবির সপ্তম কাব্যগ্রন্থ।মাহফুজুর রহমান সৌরভের কবিতা গণিতের মতো। প্রতিদিন প্রাকটিসের আবদার রাখেই। এই প্রাকটিসটা চেতনে, এমনকি অবচেতনেও হতে পারে। তবে একগুঁয়েমি নয়, নিজেকে খোলাসা করে এগোতে হয়। নিজেকে অত ধরা বাঁধায়, কবিতা এগোয়না। বলে মনে করেন কবি। মাহফুজুর রহমান সৌরভ ১৯৭৭ সালের ৫ মে চাদঁপর জেলার মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্কুল জীবন থেকেই বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি করে আসছেন। সেই ধারাবাহিকতায় এখনও লিখে যাচ্ছেন নিয়মিত। সেই সাথে তিনি লিখেছেন অসংখ্য গীতিকবিতা। জনপ্রিয় হয়েছে বেশ কিছু গান। বর্তমানে তিনি সৌদি আরবে বসবাস করছেন। এই কবি পথশিশুদের নিয়েও কাজ করছেন। কবি মাহফুজুর রহমান সৌরভের প্রকাশিত কাব্যগ্রন্থগুলো- মুক্তির রাঙা পলাশ, আত্মার ভূমিষ্ঠ কান্নাগুলো, পদ্মজলের চোখ, একমুঠো মাটির স্লোগান, অশ্রু ও দহনের কষ্ট এবং নির্বাচিত ১০০ কবিতা ২০১৯।