মুহাম্মদ শামীম ‘র গুচ্ছ কবিতা
১. পাহাড় ও নদী
পাহাড় দাঁড়িয়ে থাকে
নদী বয়ে চলে তার বুকে
পাষাণ পাহাড় বুকে ধারণ করে
জীবনের উৎসকে!
২. নদীর কোন দুঃখ নেই
নদীর কোন দুঃখ নেই, থাকে না কোন কালে
যে বুকে আশ্রয় খোঁজে জীবন, মেঘের কান্না;
সমুদ্র ঋণী যার কাছে, তার দুঃখ থাকতে নেই।
তবু ঢেউয়ের শ্বেতশুভ্র ফেনায়, অশ্রু লুকোয়!
৩. নিষিদ্ধ সঙ্গম
ফুলের মতো সুবাস নেই, তবু কী যেন আছে;
জীবন যা উপেক্ষা করতে পারে না, সেটি মায়া।
জীবনভর তাই সঙ্গম চলে রোজ।
জলে, পাথরে, মাটিতে, রোদে কিংবা বৃষ্টিতে।
তাইতো ভূকম্পে কেঁপে উঠি, বিদ্যুৎচমকে বজ্রপাতের ন্যায়
অলক্ষ্যে নিষিদ্ধ সঙ্গম!