কবিতা

আমিনুল ইসলাম সেলিম ‘র গুচ্ছ-কবিতা

০১. আলো ফুটবেই

যেদিকে তাকাই– লাশ
কর্তিত দেহ, কুচিকুচি কাটা হাত
যেখানে দাঁড়াই– রক্তস্রোতে ভাসি
যেদিকেই হাঁটি– ভয়
কান পাতলেই পাশবিক গর্জন

কান্নার জলে বন্যায় ভাসে নদী
অসীম ব্যথায় ক্লান্ত দুঃখী মন
কথা না-বলতে পারায় কাতর ভাষা
ভয় পেতে পেতে পেছানোর পথ শেষ

এবার শানাবো প্রতিরোধ-হাতিয়ার
চিৎকারধ্বনি ছড়াবো বিশ্বময়
সাহসে ভীষণ কাঁপাবো অন্ধকার

আলো ফুটবেই, ঘুচবেই সব ব্যথা।

০২. আকাশ অনেক বড়

এই দিন দুঃসহ, এই রাত মরুভূমিময়
বন্ধুর দূরদীর্ঘ পথ যেনো জলচিহ্নহীন

মনে আছে প্রিয়তম প্রিয়া?
বলেছিলে, পৃথিবী অনেক ছোট
এখানে জীবন ব্যর্থ, ন্যূনতম মূল্যহীন

আলোর ফুসলানী পেয়ে নির্জন রাত্রির
আকাশে তাকিয়ে থেকে
দেখি এর বহুবর্ণ রূপ
দেখে মনে হয়,
তুমি আমি হৃদয়ের চোখ খুলে
আকাশ দেখিনি কোনোদিন

মনে হলো, ডেকে এনে তোমাকে আবার বলি,
এ জীবন ব্যর্থ নয়–
দেখেছো আকাশ কত বড়?

০৩. আমি একটু অন্যরকম

আমি একটু অন্যরকম, হিসেব ছাড়া, লিখতে গিয়ে হৃৎকলমে
মগজ খুঁড়ে নামাই রুধির ঝর্ণাধারা

আমি একটু অন্যরকম, উল্টোহাঁটা,
জোয়ারজলে সাঁতরে গিয়ে
আঁকড়ে ধরি থমকে থাকা জীবন-ভাটা

আমি একটু অন্য রকম, অবিশ্বাসী,
লাভের খাতায় শূন্য দেখি
দিন যাপনের স্বপ্ন কিনেও একলা হাসি

আমি একটু অন্য রকম, ভীষণ বোকা,
ভালোবেসে জড়াই তাকে
যে দিয়ে যায় জীবনভরা নানান ধোঁকা

আমি একটু অন্যরকম, আপনভোলা,
অন্যরা সব অর্থে কাঙাল
আমার থাকে একলা ঘুড়ির আকাশ খোলা

আমি একটু অন্যরকম, অথিরমনা,
জীবন জ্বেলে পোড়াই আগুন
পায়ের সাথে হয়নি পথের বনিবনা।

০৪. ইচ্ছের বেলুন

আমরা একটা বিকেল ভাড়া করবো
মাদা রঙের বিকেলটি উড়তে জানবে
দাঁত খিচানো রোদ পেরিয়ে
আমরা সেই বিকেলগাড়িতে চড়ে বসবো

তোমার অন্দরমনে গান গাইবে একজন
ভীনপুরুষ
তার সাথে দেখা করতে ইচ্ছে হলেই
তোমার ফর্সা পায়ের নিচে জলের মতো খেলা করবে পনের বছর আগের একটি আলিঙ্গন

আমার মুখ ফেরানো থাকবে জানালায়
সেখানে একটি আকাশ ডুবে যাবে মেঘের ছায়ায়
আমার মনে পড়বে, আমি মেঘের চেয়ে আকাশ বেশি ভালোবাসতাম
সে ভালোবাসতো মেঘ

এক বিকেলে আমরা সব কাটাকাটি করে আকাশ আর মেঘ- দুটোকেই ডুবিয়ে দিয়েছিলাম নিজেদের কান্নায়

আমি জানালায় সে দৃশ্যে কাতর হওয়ার বদলে পাথর হয়ে উঠবো
তুমি সেই পাথর ছুঁড়ে মারবে জলে

এইভাবে কাটাকাটি করে
জীবনকে ‘যখন যার, তখন তার’ এই শিক্ষা দিয়ে
আমরা দুজন মিলে একটা লাল রঙের বেলুন ফাটাবো
আরেকটা সবুজ রঙের বেলুন নিয়ে
আমরা হাত ধরাধরি করে
বিকেলগাড়ি থেকে নেমে সন্ধ্যায় ঢুকে যাবো

তারপর সবুজ বেলুনটির দিকে দুজনেই তাকিয়ে থাকবো
আর সারাজীবন শুধু গল্প জমাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *