কবিতা

দুটি কবিতা শুক্লা গাঙ্গুলি

ভালবাসা

খুব সহজ হলেও বলা যায় না
অকপটে- চার অক্ষরের রসায়ন যা

আঁকারে হেলান দিয়ে বুকের চিনে
লাফালাফি রুহ য়ের কোনো কারন ছাড়াই তাড়াহুড়ো ওঠানামা

কথার শুধু -ছোট্ট ভাষা

কল্পনার অনুরণন ভেঁজা চোখ থরথর
কাপা ঠোঁট কেবলই এক ভুলো যাপন

কি বলবে বলোতো!
নাম কি তার?

জীবন বাঁচা – নাকি
শুধুই
ভালবাসা…!

চাবি

ছিল বার দুয়েকের দেখা জমা খরচের
লাল খাতায় নানান আঁক কাটা-

ষ্টেশনের প্লাটফর্মে একটু নীরবতা
তুমি সেদিন অন্য কারো -প্রেমিক

আমার ছিল সহজ একটি কথা-

তোমার ছিল আড়ালে মুখ ঢাকা
ভিন্ন শহর জনারণ্য ছিল অন্য মাত্রায়-

চাবিখানি হারিয়ে ফেলি
একক জীবন যাত্রায়।।

৩ thoughts on “দুটি কবিতা শুক্লা গাঙ্গুলি

  • ফাহমিদা সাঈদ

    খুব সু্ন্দর

    Reply
  • Bablu Giri

    সহজ সরল ভাষায় এবং সুন্দর ছন্দে শুক্লার কবিতা এক অন‍্য মাত্রা বয়ে আনে । ভালো লাগলো

    Reply
  • প্রাণী জগতের সংবেদনশীল বিষয়কে প্রকৃতির অনুষঙ্গের সঙ্গে সুষম উপমায় কবিতা লেখা শুক্লা গাঙ্গুলীর বৈশিষ্ট্য । আমি ওর আলোকিত কাব্য ভূবন প্রত্যাশা করছি ।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *