লেখক ও নাট্যকার ইসহাক খান-কে কাব্যশীলনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা
ইসহাক খান সত্তর দশকের স্বনামধন্য কথাসাহিত্যিক, গল্পকার ও নাট্যকার। পাঁচ দশকের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। গল্পগ্রন্থ, উপন্যাস ও শিশুতোষ গ্রন্থসহ মোট ত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। টিভি নাট্যকার হিসেবেও বিশেষভাবে পরিচিত ইসহাক খান। বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বেসরকারি বিভিন্ন চ্যানেলে প্রায় শতাধিক নাটক প্রচারিত হয়েছে। ইসহাক খান একজন বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের অধীনে ময়মনসিংহ, কামালপুর, হাতিবান্ধা ও সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় সম্মুখ ও গেরিলা যুদ্ধ অংশ নেন তিনি। ১৯৮২ সালে তথ্য মন্ত্রণালয় আয়োজিত গল্প প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গল্পকার হিসেবে পুরস্কৃত হন ইসহাক খান। এছাড়া সাহিত্যে অবদানের জন্য ‘ডাকসু’ সাহিত্য পুরস্কার, সোনার বাংলা সাহিত্য পরিষদ সম্মাননা, শুভজন লেখক সম্মাননা ও আমরা ক’জনা সাহিত্য পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। বর্তমানে তিনি মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের উপদেষ্টা এবং বাংলাদেশ রাইটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন। বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার ইসহাক খানের জন্মদিন আজ। বীর মুক্তিযোদ্ধাকে সৃজনশীল ওয়েবম্যাগ কাব্যশীলনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। পিতা ইয়াসিন আলী খান। মাতা, মরহুমা মোকসেদা খানম। ইসহাক খানের জন্ম সিরাজগঞ্জ জেলার, উল্লাপাড়া উপজেলার, কানসোনা গ্রামে। বাংলা মায়ের এই সূর্য সন্তান। ইসহাক খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। মুক্তিযোদ্ধা, লেখক, টিভিনাট্যকার ইসহাক খান
পাক্ষিক চিত্রবানী পত্রিকায় সহকারী সম্পাদক। [১৯৭৬-১৯৭৭] পর্যন্ত।
সাপ্তাহিক ‘রোববার’ পত্রিকায় সাহিত্য সম্পাদক। [১৯৯৪-২০০০] পর্যন্ত। এ ছাড়াও দায়িত্ব পালন করেন। সহকারি পরিচালক, পাউবোর্ড, [১৯৭৭-২০০৪] [স্বেচ্ছা অবসর]
সাপ্তাহিক ‘আগামীর সাথে’র নির্বাহী সম্পাদক। [২০০৪-২০০৬] সাল পর্যন্ত। তিনি বর্তমানে কলাম লেখক : দৈনিক কালের কন্ঠ, দৈনিক খোলা কাগজ এবং মাসিক প’শান্তিকা নিয়মিত সাহিত্য রচনা এবং টিভির একজন জনপ্রিয় নাট্যকার। প্রচারিত ধারাবাহিক নাটক, নেপথ্য নায়ক, পত্রলেখক, খোলাদুয়ার, একে শূন্য দশ, টমটম, রসিকচান, ওয়ারিশ, ফিরে পাওয়া, ঘুম নেই। বিটিভিতে প্রচারিত সাপ্তাহিক নাটক ফাঁদ, আংশিক রঙিন, বোবা শক্র, অনেক ঝড়ের পর, ছোটচাচার বিয়ে, সমতট, তবু ভালবাসা, সাক্ষি, মাফ চাই, দিন ফিরে আসেসহ শতাধিক খন্ড নাটক। পাশাপাশি সমান তালে লিখে যাচ্ছেন। তাঁর প্রকাশিত গল্পগন্থ
*গল্প সমগ্র
*নগ্ননাটমন্দির [গল্পগন্থ]
*স্বপ্নের সুন্দর ”
*আংশিক রঙিন ”
*তালিকায় নাম নেই ”
*নগরের ঘোড়া ”
*দূরের ভুবন ”
*যুদ্ধ দিনের গল্প ”
২. [উপন্যাস]
*উপন্যাস সমগ্র
*লড়াই
*বেদখল
*আকাশে তখন জোসনা ছিল
*আগুনে রেখেছি হাত
*দূরযাত্রা
*আগুনের ছায়া
*দিন ফিরে আসে
*একে শূন্য দশ
*খোলা দুয়ার
*পেছনের নাটক
*উল্টো স্রোতের পাক
*ছায়া ঘাতক
৩. শিশু সাহিত্য
*বঙ্গবন্ধু যেভাবে ইতিহাসের নায়ক হলেন
*যুদ্ধ যুদ্ধ খেলা [মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস]
*বিচ্ছু গেরিলা [মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস]
*খুদে টারজান [মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস]
*জয়বাংলা আমার নাম [মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস]
*পাগলা ডাক্তারের বিচ্ছু বাহিনী [মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস]
*হাফ পাগল
*পাগলা রাজার কান্ড
৪.স্মৃতিগন্থ
*আমার বাবা
প্রিয় ভাই মুক্তিযোদ্ধা সকলের প্রিয়। শুভ জন্মদিন ও দীর্ঘ জীবন কামনা করি।