কবিতা

গুচ্ছ কবিতা রহমান মুজিব

ঘরে ঘরে বাংলাদেশ

প্রজাপতি।ভাষাহীন ওড়া।কৈশোর রংয়ে আঁকে ভোর
সবুজের কথা।বাতাসে কানাকানি করে মজা খালের
দু’পার। ঈষৎ দূরে- চিটার দূ:খ ভরা মাঠে এবার
ফসলের ক্যালিওগ্রাফি। ধানগোলা ঘরে হাসি মজুদ
কৃষাণীর বারোমাস। হোক না বৈশাখে নড়বড় তবু
রংধনুতে চিত্রিত সে ঘর।সে ঘরে বাংলাদেশ হাসে।

মল্লিকপাড়া

ডাল-ভাতের উপসংহার-বাসনে রেখে যায় তৃপ্তির ঢেকুর
আত্ম নির্মাণের পথে পা রেখে ভাবি-আমিও আবার
লক করা প্রোফাইল খুলে সুঁতো কাটা ঘুড্ডি হবো
যদিবা গন্ধমের অমার্জনীয় পাপে ফূটে প্রনয়ের গোলাপ

আমার যে স্বরুপ-কাঁচা মূদ্রায় ঝনঝন করে উঠে
অবজ্ঞার যে আমজনতা- ঘাম ঝরানো দিনের দেবতা
তাদের গন্ধ,স্পর্শ টিপে টিপে আজ ঘণীভুত
করে নিতে চাই আমার প্রতিস্বর, আমার জন্মভিটা-মল্লিকপাড়া

একদিন দূরন্ত হাওয়ার শাঁশাঁ আমায় ভবঘুরে পথে
রেখে এসেছিল, মেঘর সতীর্থ হয়ে উড়েছি আকাশ
হতে আকাশে আর পাঠ করেছি ঠিকানাহীন ভূগোল

কোথায় যাব-মজাখালের তলানীতে আটকে থাকা
পিতৃপুরুষের প্রেম,একান্নবর্তীর শেকল ছেঁড়া হাহাকার

কোথায় যাব-শষ্য রঙে সাজানো কাঁথায় মায়ের নকশা
আঁকা গ্যালাক্সি,নত হয়ে থাকা সংসারের বোবা বৃক্ষ

কোথায় যাব-নিমাই মাঝি বিলের দাড়িয়াবান্দার ছক
গোধুলির মায়া রংয়ে আঁকা সন্ধ্যার বাড়ি ফেরা

যেতে পারিনা, রাতের কন্ঠে আমার অতীত ধরে ঝাঁকি
দেয় কৃষানীর মেয়ে,পোয়াতির ঘ্রান সে, মুখে গোলাধানের হাসি- ইচ্ছে করে আজো তাকে নিয়ে বাঁচি

কবিতা

চাঁদের পানসিতে কবিতা জ্যোৎস্না জলে ভেসে আসে
অনুরণন জ্বরে পুড়ে যায় মিথের পাড়া, লস্তিগ্রাম
জীবন একটি আঁকাবাঁকা পথের পংক্তিতে লিখে রাখা
সোনার ধানভরা মাঠ মাঠ কবিতা, সুদীপ্ত দিনের দোলনায়
দোল খাওয়া কোন রূপসী কুহক

কবিতা চিরকাল এক শর্তহীন প্রেমের পুরাণ, নিজকে খনন
হঠাৎ হারিয়ে যাওয়া মেঘডোবা জলের তিমির

আমার কবিতা জীবন মরণের প্রমিত উচ্চারণ। সাদা বরফে
বিষাদের সীমাহীন আবাদ। শুদ্ধ সবুজে একবুক ফিল্টার ভোর

স্পর্শগুলি তুলে রাখি দূরত্বের টবে

ভয়ার্ত ককেশাস, হেঁটে আসছে তিমিরবন্ধনী রাত
অলীক পূর্ণিমা আজ উদযাপন করছে বিচিত্র মুখোশ
পাজরে পাজরে তাদের শিসাগলার জারজ দ্রবণ
এভাবেই দূর্বোধ্য থেকে যাচ্ছে জীবনের পরিভাষা
পাখির শীষ, বৃষ্টির কনসার্ট

আমাদের হাত পায়ে পাথর গ্রন্থিত সময়ের বেড়ি
তৃষিত এনটিনায় বসে থাকা কাকটি উদয়রেখায়
ভরে রাখছে তার কর্কশচিত্র, যেভাবে মানুষের
নীল স্বপ্নবিলাসি চোখের পলিথিনে জমে আছে
ছোঁয়াছে মরণ

যদি আমাদের স্পর্শ কাতরতাগুলি আজ তুলে রাখি
দূরত্বের টবে, তবে বেঁচে থাকবে মানুষের পৃথিবী
নিকট আগামী মানুষকে নিয়ে চাষ করবে প্রেমের পুরাণ

One thought on “গুচ্ছ কবিতা রহমান মুজিব

  • Rois Mukul

    সবগুলো কবিতাই ভালো লাগলো কবি…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *