কাব্যশীলন বইঘর

২০২০-এ বইমেলায় পাওয়া যাচ্ছে কবি সৌম্য সালেক এর কাব্যগ্রন্থ পাতাঝরার অর্কেস্ট্রা।

অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ সময় প্রকাশন থেকে বেরিয়েছে সৌম্য সালেকের তৃতীয় কবিতাগ্রন্থ ‘পাতাঝরার অর্কেস্ট্রা’। বইটির প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দীন খালেদ এবং দাম রাখা হয়েছে ১৬০ টাকা। গ্রন্থমেলায় সময় প্রকাশনের ২৭ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

কাব্যগ্রন্থের বিষয়ে কবি সৌম্য সালেক বলেন, প্রেম, মানবতাবোধ ও বিশ্বভাবনার পাশাপাশি নিসর্গের নিবিড় নন্দনে যে অপরূপ সুর-বিভা নিরন্ত নিষ্পন্ন হচ্ছে, সে সংবাদ বা সংকেতের কাব্যরূপ দিতে চেয়েছি এই কবিতাগুচ্ছে। আমাদের যাপনপ্রবাহে আলো পায় না বা চর্চিত হয় না এমন অনালোকিত কিছু ঘটনা ও অনুভূতির নিবিড় গ্রন্থনা এই কবিতাগুচ্ছে প্রকাশের চেষ্টা করা হয়েছে । পাঠক বইটি পড়ে কবিতার প্রকৃত স্বাদ পাবেন বলে আমি আশাবাদী।

এছাড়া সৌম্য সালেকের কবিতাগ্রন্থ ‘ঊষা ও গামিনি’ মেলায় পাওয়া যাচ্ছে দেশজ প্রকাশনের ৩৯৯ নম্বর স্টলে, ‘আত্মখুনের স্কেচ’- কবিতাগ্রন্থটি পাওয়া যাচ্ছে প্রকৃতি প্রকাশনের ৭০৭ নম্বর স্টলে এবং প্রবন্ধগ্রন্থ ‘শব্দ চিত্র মত ও মতবাদ’- পাওয়া যাচ্ছে সময় প্রকাশনের প্যাভিলিয়নে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *