চিত্তরঞ্জন সাহা চিতু এর গুচ্ছ ছড়া
ভাষার জন্য শহীদ
সব বাঙালীর প্রান,
বাংলা ভাষায় মাকে ডাকি
রং তুলিতে ছবি আঁকি
মনের ভেতর ভালবাসার
মিষ্টি ফুলের ঘ্রাণ।
কবি লেখে গান কবিতা ছড়া,
আকাশ জুড়ে লক্ষ তারার
দু’ চোখ আলোয় ভরা।
বর্ণমালার আগুন ছড়ায়
কৃষ্ণচূড়ার ডালে,
মিছিল চলে এই জনতার
বাহান্নর ঐ সালে।
বাংলা ভাষা রাষ্ট্রভাষা
বীর বাঙালীর মনের আশা
প্রতিবাদে রাজপথে সব
মশাল হাতে কারা।
রক্ত দিলো দামাল ছেলে
হাসি মুখে কেউ বা জেলে
আজও অমর আনতে ভাষা
রক্ত দিলো যারা।
ভাষার জন্য
বাংলা ভাষার জন্য সেদিন
উঠলো তুমুল ঝড়
ঝড়ের জোরে পশ্চিমাদের
ঘর হলো নড়বড়।
উর্দু হবে রাষ্ট্র ভাষা
কেউ কখন মানে,
খবরখানা সারা দেশে
ছড়ায় কানে কানে।
ক্ষেপলো মানুষ রাজপথে তাই
রক্ত তাদের ফোটে,
দলে দলে প্রাণের টানে
মিছিলে সব ছোটে।
পিচঢালা পথ রক্তে ভাসে
দামাল ছেলের কত লাশে
তাও থামেনি তারা,
বাংলা ভাষা আনলো সেদিন
রক্ত পলাশ যারা।
সেদিন থেকে শহীদ মিনার
সাজাই ফুলে ফুলে,
বীর সেনানীর ত্যাগের কথা
যাইনি আজও ভুলে।
ফাগুনে আগুন ছড়ায়
ফাগুন এলে আগুন ছড়ায়
বুকের মাঝে
রংয়ে রংয়ে শহীদ মিনার
তাইতো সাজে।
নগ্ন পায়ে প্রভাত ফেরী
হয় সকালে
অাজো স্মতি বহন করে
কালে কালে।
বর্ণমালা অানলো ফিরে
বাহান্নতে
রক্ত ঝরে দামাল ছেলের
রাজপথে।
শহীদ মিনার
শহীদ মিনার শহীদ মিনার
বাহান্নরের স্মৃতি,
রফিক শফিক শহীদ ভাইয়ের
ভালবাসার প্রীতি।
শহীদ মিনার শহীদ মিনার
বাংলা ভাষার দাবি,
ইতিহাসের ভাবলে কথা
সুখটা খুঁজে পাবি।
শহীদ মিনার শহীদ মিনার
বর্ণমালার সারি,
প্রভাত ফেরী আমরা করি
দুঃখ স্মৃতি তারই।
শহীদ মিনারর শহীদ মিনার
আমরা পেলাম ভাষা,
বুকের মাঝে স্বপ্নে ঘেরা
গভীর ভালবাসা।