কাব্যশীলন সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মোড়ক উন্মোচন হলো শিশুতোষ গল্পগ্রন্থ ‘বিজয় নিশান’ এর

সাগর আহমেদ : প্রাথমিক বিদ্যালয়ের শিশু কিশোরদের নিয়ে মোড়ক উন্মোচন হলো ফখরুল হাসানের শিশুতোষ গল্পগ্রন্থ ‘বিজয় নিশান’ এর।

আজ বুধবার ( ২২ জানুয়ারি) ৩৪ নং ধুলজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মহান মুক্তিযুদ্ধে একজন কিশোর গেরিলা যোদ্ধার কাহিনী নিয়ে রচিত হয়েছে ‘বিজয় নিশান’ বইটি। গ্রন্থটি শিশুতোষ প্রকাশনী ‘কালান্তর’ এর প্রকাশনায়, পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার ৭৫৭ ও ৭৫৮ নং স্টলে।

এছাড়াও এবারের একুশে বই মেলায় য়ারোয়া বুক কর্ণার থেকে শিশুতোষ গল্পগ্রন্থ ‘গল্পগুলো বিজয়ের’, প্রিয় বাংলা প্রকাশনী থেকে গল্পগন্থ ‘দাম্পত্যের অন্তরালে’,বাবুই প্রকাশনী থেকে রোমান্টিক প্রেমের ছড়া কবিতা ‘নুপুর পায়ে দুপুর’ প্রকাশিত হবে।

প্রসঙ্গত, তার প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’ প্রকাশিত হয় ২০১৫ সালের একুশে বই মেলায়। এর পর কাব্যগ্রন্থ ‘নিমগ্ন দহন’, ‘দহন দিনের গান’, প্রকাশিত হয়। ফখরুল হাসান জাতীয় দৈনিক গুলোতে নিয়মিত লিখছেন কবিতা,শিশুতোষ গল্প, ছড়া ও ছোটগল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *