বঙ্গবন্ধুকে নিবেদিত জাহাঙ্গীর আলম জাহান-এর গুচ্ছছড়া
প্রহরী
তিনি সকল চাষাভূষা
শ্রমিক মজুর কুলিদের
নির্যাতিত আর শোষিত
কাজের মেয়ে ফুলিদের।
নিরন্ন আর বুভূক্ষুদের
দিন বদলের রূপকার
ব্যস্ত ছিলেন সারাজীবন
করতে সবার উপকার।
তিনি মুজিব চির সজীব
নির্যাতিতের প্রহরী
সবার বুকে আজও বাজে
তাঁর মানবিক লহরি।
দ্বার
একের মাঝে অনেক তিনি
বহুর মাঝে শ্রেষ্ঠজন
বৃদ্ধ-যুবা-শিশুর মাঝেও
মুজিব যেন জ্যেষ্ঠজন।
জ্যেষ্ঠজনের শ্রেষ্ঠ কথায়
কাঁপলো মাটি-বনবাদাড়
শেখ মুজিবের এক ইশারায়
যাচ্ছে খুলে কোন বা দ্বার?
দ্বার খুলেছে মন-মননের
সুপ্ত বিবেক প্রান্তে
মুজিব আছেন সেই মননের
গভীর অতলান্তে।
বিজয়গীতি
মার্চ মাসের সাত তারিখে
রেসকোর্সের ময়দানে
বুঝিয়ে দিলে কত চিড়া
কুটতে হবে কয় ধানে।
সেদিন থেকে চিড়া কুটে
চ্যাপ্টা করি শত্রুকে
বীর সাহসে দিলাম শেষে
শত্রুসেনার পথ রুখে।
মুজিব তোমার সাহস থেকে
আমরা সাহস নিয়েছি
মৃত্যু জেনেও বীরের মতো
বিজয়গীতি গেয়েছি।
উপলব্ধি
মুজিব মানে ফসল ভরা মাঠ
সম্ভাবনার সজীব জীবন পাঠ
মুজিব মানেই উত্তরণের পথ
দিন বদলের নতুন ভবিষ্যৎ।
আমাদের সঙ্কটে
তুমি আছো আমাদের সুগভীর মননে
জীবনের চিৎকার-
প্রতি অনুরণনে।
জাগ্রত মুজিবুর- চিরজীবী সত্তা
আমাদের সঙ্কটে তুমি নিরাপত্তা।
যোগ্য ছেলে
এই বাঙালি আগুন হয়ে জ্বলতে পারে
অধিকার ও দাবির কথা বলতে পারে
ইচ্ছে হলেই স্বাধীনতা চাইতে পারে
মৃত্যু এলে নির্ভয়ে গান গাইতে পারে।
এই বাঙালি দিতে পারে রক্ত ঢেলে
কারণ তারা স্বদেশমাতার ভক্ত ছেলে
মুজিব তাদের সাহসদাতা জাতির পিতা
বাঙালিরা জ্বালায় খুনির মরণ চিতা।
এই বাঙালি বীরের মতো লড়তে জানে
দেশের টানে সাহস নিয়ে মরতে জানে
বাঙালিরা ভয় করে না বিপদ এলে
কারণ তারা শেখ মুজিবের যোগ্য ছেলে।
ভণ্ডামি
লোক দেখানো মুজিব প্রীতি
ভণ্ডামিকেই ফাঁস করে
এই ধরনের ভণ্ডগুলোই
সবার সর্বনাশ করে।
এদের থেকে দূরে থাকা
তাই সকলের দায়িত্ব
লোক দেখানো মুজিব প্রীতি
পায় না জানি স্থায়িত্ব।
সীজনাল পাখি
মুজিবের নাম নিয়ে কিছু কিছু ফড়িয়া
খায় লুচি-কলা-দই খুব মজা করিয়া
সুসময়ে ভাগ্যটা নেয় এরা গড়িয়া
দুর্দিনে আলগোছে যায় দূরে সরিয়া
এইসব সীজনাল পাখিদের ধরিয়া
অদ্যই রেখে দাও পিঞ্জরে ভরিয়া।
অসমীচীন
নতুন মুজিব কোট লাগিয়ে
যারা মুজিবভক্ত হয়
আদর্শ নয়- তারাই বরং
লাভের অনুরক্ত হয়।
এদের নিয়ে পথ চলাটা
নয় সমীচীন, বিধেয়
চেটেপুটে খায় যে এত
যায় না তবু খিদেও।
মুখেই এদের মুজিব প্রীতি
বিশ্বাস নেই আদর্শে
মওকা বুঝে নৌকা ধরে
মানুষ রূপী বাঁদর সে।