কাব্যশীলন বইঘর

বইমেলা ২০২০- এ চন্দ্রাহত গোলাপের অপেক্ষা নিয়ে আসছে এম এম মিঠু

অসহায় মানুষ একাই থাকে-
আলো থাকেনা চারপাশে
চোখের আলো -ও অন্ধকারময় ।
সেখানকার মানুষের রাত-দিন সমান
হেঁটে গেলেও শব্দ হয়না,
কাঁদলেও জল ঝরে না
সদ্য আলো ছড়ানো চাঁদের আলো-ও
চোখে পরে না ।

এখানে কথা চলাচল নিষিদ্ধ
ভবনাদি বিস্ময়কর
তবে মনের কোনেই বন্ধি ।

ভষাহীন একটি জগত
চাওয়া তো দূরের অভিলাষিণী
ভুলে যেতে চাইলেও বেধে যায়
তুমুলযুদ্ধ সময় অসময়ে ।

মানুষ হেরেযায়
কোথাও রূপবতী বালিকার কাছে
কখনো স্বপ্নের কাছে ।
পশুরাও হারে-
বাজার দরের কাছে ।
তুমি কিভাবে হেরেছিলে?
দামে নাকি মুগ্ধতায় ?
একটা কথা বলি !
শিশির শব্দটা সত্য
যেনো পৃথিবীরূপ
দ্বিতীয় বেঁচে থাকা ।

-কাব্যগ্রন্থ; চন্দ্রাহত গোলাপের অপেক্ষা-
লেখক; এম এম মিঠু
প্রকাশনী; কবি প্রকাশনী
প্রকাশকাল; ২০২০
পাওয়া যাবে- অমর একুশে বই মেলার কবি প্রকাশনীর ১৮৭-১৮৮ নং স্টল ও নিটলম্যাগ চত্বরে কবি প্রকাশনীর স্টলে, কবি প্রকাশনীর বিপণী বিতান কন্দ্রে । এছাড়া পাওয়া যাবে রকমারি ডট কম, বই বজার ডট কম ও লেখকের সাথে যোগাযোগ করেও সংগ্রহ করা যেতে পারে ।

এম এম মিঠু। পুরো নাম – এম এম আক্তারুজ্জামান মিঠু। জন্ম ২৭ শে সেপ্টেম্বর ১৯৮৬ বাবার কর্মস্থল যশোরে। পৈতৃক নিবাস ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়া গ্রামে।

এম এম মিঠু ছাত্রজীবন থেকেই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত । সেখান থেকেই লেখালেখির সূত্রপাত। কর্মসূত্রে এখন প্রবাসজীবন যাপন করলেও থেমে যায়নি তার কলম। ইতিমধ্যে প্রবাসে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে কুয়েত সাহিত্য পরিষদ কর্তৃক এবং ২০১৫ সালে কুয়েতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন। এছাড়াও বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ ও শের-ই-বাংলা স্মৃতি পরিষদ, কুয়েত কর্তৃক বিশেষ সম্মাননা সনদ অর্জন করেছেন ।

প্রকাশিত গ্রন্থ:

কবিতা
শিশিরের মায়াবী মুগ্ধতা, ২০১৭, বেহুলাবাংলা
নৈশব্দের বিপরীতে, ২০১৮, কবি প্রকাশনি

গল্প
দূরে গেলে ভুলে যায় মানুষ, ২০১৮, বাংলার প্রকাশন

চন্দ্রাহত গোলাপের অপেক্ষা এম এম মিঠুর তৃতীয় একক কাব্যগ্রন্থ ।

বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *