এস.এম. শাহজাহান সিরাজের ছড়াগুচ্ছ
শীতের আনন্দ
শীতের আনন্দ ফুলের বাসে,
শীতের আনন্দ ভেজা ঘাসে।
শীতের আনন্দ পিঠা খাওয়ায়,
শীতের আনন্দ শীতল হাওয়ায়।
শীতের আনন্দ মধুর শত,
শীতের আনন্দ আলোর মতো।
শীতের আনন্দ পাখির গানে,
শীতের আনন্দ রসের ঘ্রাণে।
শীতের আনন্দ বস্ত্র পাওয়াতে,
শীতের আনন্দ সবজি খাওয়াতে।
শীতের আমেজ লাগুক প্রাণে,
সবার জীবন ভরুক গানে।
বথুয়া শাক
আগাছা এক শাক জন্মে
গম ও আলুর ক্ষেতে
দারুণ মজা রান্না করে
ভাতের সাথে খেতে।
অল্প টাকায় শাকটি মেলে
শীতের ঋতু এলে
পুষ্টি যোগায় শক্তি বাড়ায়
বথুয়া শাক খেলে।
এই শাকেতে মিশে আছে
ছেলেবেলার স্মৃতি
শাকেভাতে চড়–ইভাতি
আহা কী যে প্রীতি!
নয়কো শুধু গাঁয়ে কদর
শহরে বেশ আছে
বহু শাকের ভিড়ে এ শাক
প্রিয় সবার কাছে।
ক্যাট ফিশ
বিড়ালের মতো গোঁফ থাকে
কিছু কিছু মাছের
ক্যাট ফিশ নামে পরিচিত
আমাদের কাছের।
পাবদা-গুলশা কিংবা শিং
নামগুলো জানি
গায়ে নেই আঁশটের বালাই
নরম দেহখানি।
ক্যাট ফিশ রোগীর পথ্য
সবার কাছে প্রিয়
জলের নিচু স্তরে বাস
রাতে হয় সক্রিয়।
আগে ছিলো নদী নালায়
এদের বড় আশ্রয়
এখন শুনি এদের চাষ
পুকুরেও নাকি হয়!
দাবানল
দাবানলে পুড়ছে গাছ
পুড়ছে পশু-পাখি
বিশ্ববাসী কেমন করে
ঘুমাও বুজে আঁখি!
দাবানলে পুড়ছে বন
হচ্ছে পুড়ে কয়লা
আকাশ বাতাস জুড়ে দেখো
ভাসছে শুধু ময়লা।
পশুপাখির কষ্টের কথা
ভাবো বন্ধুভ্রাতা-
ওদের জন্য চলো সবাই
হতে আশ্রয়দাতা।