আবদুল্লাহ আবু সাইদ-এর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা
আবদুল্লাহ আবু সায়ীদ–সাধারণত তাঁকে আমরা চিনি একজন সংগঠক হিসেবে; একজন প্রথাবিরোধী সাহিত্যসম্পাদক হিসেবে; একজন বিজ্ঞ অথচ জনপ্রিয় অধ্যাপক হিসেবে; একজন দুর্ধর্ষ টেলিভিশন উপস্থাপক হিসেবে। চিনি একজন উদ্দীপনা জাগাবার মানুষ হিসেবে; একজন ইতিবাচক কথামালার বক্তা হিসেবে। শিক্ষাবিদও তিনি; সাথে সাথে একজন সমাজসেবকও। আবার লেখক হিসেবেও আমরা তাঁকে চিনি। তবে এতশত পরিচয়ের ভিড়ে তাঁর লেখকসত্তাটি যেন কিছুটা চাপা পড়ে গেছে।
বিচিত্র বিষয়ে তিনি লিখেছেন। লিখেছেন কবিতা, ছোটগল্প, নাটক, আত্মজৈবনিক রচনা, ভ্রমণকাহিনী, কিশোরসাহিত্য আর বিচিত্র বিষয়ে প্রবন্ধ। এ ছাড়াও রয়েছে বাংলাসাহিত্য ও বিশ্বসাহিত্যের সোনালি ফসল নিয়ে তাঁর সম্পাদিত এবং অনূদিত বেশ কয়েকটি বই। অদূর ভবিষ্যতে তাঁর লিখা উপন্যাসও হয়তো আমরা পাবো। এত বৈচিত্র্য যাঁর রসসম্ভার, একে একে আমরা তাই স্বাদ নিতে চাই সবগুলোরই। তাই তো আলোচনাচক্র ‘বোধিদ্রুম’-এর উদ্যোগে ধারাবাহিকভাবে পাঠ-পর্যালোচনা হবে লেখকের প্রায় সবকটি বই। বোধিদ্রুমের নিয়মিত সাপ্তাহিক আয়োজনের পাশাপাশি প্রতি মাসের শেষ শুক্রবার বিকাল ৫:৩০ মিনিটে এ আয়োজন চলবে।
ইতোমধ্যে গত মাসে আবদুল্লাহ আবু সায়ীদ-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। এ-মাসের শেষ শুক্রবার, অর্থাৎ ২৭ ডিসেম্বর ২০১৯ আলোচনা করা হবে তাঁর ছোটগল্প ‘নদী ও চাষীর গল্প’। পাঠকদের সুবিধার্থে বইটির সফট কপি (পিডিএফ) বোধিদ্রুমের পেইজে সংযুক্ত করা হয়েছে। সবার মিলিত পাঠে আমরা গল্পকার আবদুল্লাহ আবু সায়ীদ-এর পাঠ-পর্যালোচনা করতে চাই। আমাদের সাথে প্রধান আলোচক হিসেবে যোগ দেবেন এ-সময়কার অন্যতম খ্যাতিমান সাহিত্যিক জাকির তালুকদার। বোধিদ্রুমের বিশেষ এ আয়োজনে সবার আমন্ত্রণ রইল।