বিশেষ সংখ্যা

গল্পকার ও শিশুসাহিত্যিক জ্যোৎস্নালিপি’র জন্মদিনে কাব্যশীলনের বিশেষ আয়োজন

ছোটোগল্পকার, গবেষক, তথ্যচিত্র নির্মাতা, সাংবাদিক এবং শিশুসাহিত্যিক অনেকগুলো পরিচয় মিলিয়েই জ্যোৎস্নালিপি। বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা থানায়। মা, গীতা মোদক ও বাবা, ডা. বৈদ্যনাথ বিশ্বাস। লেখালেখির শুরু কৈশোরেই। ইতোমধ্যে শিশুসাহিত্যিক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন। পেয়েছেন পুরস্কার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে লেখাপড়া করেছেন। ছোটোগল্প নিয়ে গবেষণা করে অর্জন করেছেন পিএইচ.ডি ডিগ্রি। দৈনিক দেশবাংলার শিশুসাহিত্য পাতা ‘ডানপিটেদের আসর’ ও সংবাদের জনপ্রিয় শিশুসাহিত্য পাতা ‘খেলাঘর’ দীর্ঘদিন সম্পাদনা করেছেন তিনি। এছাড়া, ‘ধ্রুব’ নামে একটি লিটল ম্যাগাজিনও সম্পাদনা করেছেন। তাঁর প্রকাশিত শিশুতোষ গ্রন্থ: ‘রাখাল ছেলে ও সাতপরি’, ‘কাঠবিড়ালীর বিয়ে’, ‘চরকা কাটা বুড়ি’, ‘ভালোদাদু’, ‘প্রকৃতির আঁকিবুঁকি’,‘চাঁদমামার জামা’ ‘ডিমের ছানা’, ‘ঢাকা শহরে ভূত এলো’, ‘জোনাকমেয়ে’, ‘এমন যদি হতো’, মেঘপরিদের সোনার নূপুর, ‘জাদুর মুড়ি’; গল্পগ্রন্থ: ‘অথবা বিমূর্ত অন্তর্দাহ’; সম্পাদনা গ্রন্থ: ‘খবরের খোঁজে’, ‘সংবাদের তালাশে’; গবেষণা গ্রন্থ: ‘গ্রামীণ সাংবাদিকতায় মোনাজাতউদ্দিন: জনসাংবাদিকতার রূপকল্প অনুসন্ধান’ এবং অন্যান্য গ্রন্থ ‘সাংবাদিকদের জন্য গণমাধ্যম সহায়িকা: নারীর ক্ষমতায়ন’। তাঁর গ্রন্থের সংখ্যা বিশের অধিক।

জ্যোৎস্নালিপি’র বই সমূহ

জ্যোৎস্নালিপি’র শিশুতোষ গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *