জন্মদিনে কবি- সুমন রায়হান এর একগুচ্ছ কবিতা
এই রাত পূর্ণিমা সখি ধরো হাত
এই রাত পূর্ণিমা সখি ধরো হাত
জানিনা কি ভেবে জোনাকিরা জলে নেভে
ভুলের পাপড়িতে ফুল শুয়ে থাক নিবিড় মৌনতায়
এ রাত পূর্ণিমা সখি ধরো হাত।
একদিন নদীর ধারে কারে যেন খুঁজেছে নয়ন
প্রজাপতি মন, প্রেমের পদ্মরাগে
যারে পায় তারে নাহি চায়|
এই রাত পূর্ণিমা সখি ধরো হাত।
কিসের যাতনা ঘিরে রয় অনুক্ষণ তনুমন
ভালোবেসে মগ্ন মৃন্ময়ী মহুয়ার বন…
ইশারায় আড়িপাতে আর এক জীবন
এই রাত পূর্ণিমা সখি ধরো হাত।
নীলাঞ্জনার নয়য়ের নীলে বয়ে যায় প্রেম
নীলাঞ্জনার নয়নে নীলে নীল সমুদ্র…
হারিয়ে যায় অপার সম্ভাবনা;
নীলের আধিক্য বুকে নিয়ে—
বাড়ি ফেরে ফেরারী মন।
কখন আসবে তুমি?
বেজে গেছে মন্দিরের ঘন্টাধ্বনি…
তুলোর মতো উড়ে যায় প্রেম।
প্রজাপতি মন পাখনা মেলে নীলের আহবানে—
এসো, দিন আর রাতের মিলনকালে;
নীল আকাশের নিস্তব্দ নীলয়ে,
রাজহাঁসের পাখায় করে ভর।
তোমার প্রতীক্ষায় প্রকৃতি সেজেছে…
মায়াময়-মোহময় কি অপরুপ সুন্দর।
বলো না ভালোবাসি তোমায়
যাযাবর যাত্রী, নীল শূন্য অভিধান
ভালোবাসা শব্দটির গভীর অন্তরদহনে
ভিজে যায় সোনালি দুপুর;
নিস্তেজ হয়ে যাওয়া শেষ রজনীর গল্প শোনাও,
আমি শুনবো, ক্ষয়ে যাওয়া তারার
ক্ষত ও ক্ষতির কাহিনী-
জানালার ওপাড়ে ঝিঁঝিঁ পোকার গান,
প্রাণভরে নিশ্বাস নিলে বেঁচে থাকে
ভালোবাসা মৃত্যুর অধিক…
পূর্ণযৌবনা চাঁদের ঝলকানিতে
খেলা করে টগবগে কৈশোর,
হৃদয়নদীতে উথাল-পাতাল টেউ…
ঘন অন্ধকার জোছনাকুমারীর জন্য
প্রতীক্ষার থালা হাতে বসে থাকে কেউ।
কাছে এসো, পাশে বসো নিরালায়…
তবে, স্পর্শ করো না অন্ধ এ চোখ
আর যাই বলো, ভালোবাসি বলো না;
তোমার চোখের দিকে তাকাতে বলো না।
ভস্মীভূত হয়ে যায় হৃদয় মানচিত্র!
ও চোখে তাকালে হানা দেয় টর্নেডো,
রোয়ানু জড়ায় রাতের কল্পলতা…
বয়ে যায় প্রলয়ংকারী ঝড়…
লণ্ডভণ্ড করে দিয়ে যায় সব, সব-
তোমার চোখের দিকে তাকাতে পারবো না;
ও চোখে তাকাতে বলো না,
বলো না ভালোবাসি তোমায়।
এমন হলে কেমন হয়
ব্যস্ততা নেই! সময় এক উরন্ত বলাকা…
অনুভবের তরঙ্গে মসগুল অবারিত ভুবন,
কোলাহলমুক্ত পরিবেশ, জ্যামজটের বালাই নেই।
বিকেলের ব্যালকনি পেরিয়ে গোধূলিগ্রাম,
ইচ্ছে হলেই সন্ধ্যার বুকে পা ভেজাই!
কুয়াশাআচ্ছন্ন অন্ধকারে—
চোখে চোখ আর হাতে হাত।
যদি তুমি আর আমি দুজনার-দুজন!
কেবলই এক গোধূলিময় সন্ধ্যার প্রয়োজন!
কেউ কারো জন্য অপেক্ষমান নয়,
স্মৃতি থেকে প্রতীক্ষা শব্দটি মুছে ফেলার প্রতিজ্ঞা;
সুখের সারথি দুঃখের দরোজায় তালা মেরে
চাবি ফেলে ওই গহিন সমুদ্রে;
যদি করটিতে এসে বাসা বাঁধে প্রেম,
যদি বইয়ে দেয় আনন্দের ফল্গুধারা…
তখন, যদি একই সুরে সুর মিলাই,
সাপলুডু খেলি, যদি বৃষ্টিতে ভিজি সারারাত…
