শিল্প-সংস্কৃতি

ভাষার মাসে ভাষার গানে শ্রাবণী শর্মা বিশ্বাস

এ সময়ের তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শ্রাবণী শর্মা বিশ্বাস। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা একটি মেলোডিধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। ভাষার মাসে ‘বাংলা ভাষা, জন্মভাষা’ শিরোনামের এই মৌলিক গানটি ইউটিউবে মুক্তির প্রতীক্ষায়। গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী শ্রাবণী শর্মা বলেন, গানের কথা গুলো আমার খুব ভালো লেগেছে। আশা করছি, সবার কাছে ভালো লাগবে। তিনি আরও বলেন, গুণী মানুষের সঙ্গে কাজ করতে পারা আমার পরম পাওয়া। একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কথায় সঙ্গীতায়োজন ও সুর করেছেন ফাহিম হাসান শাহেদ। মায়াবী মিষ্টি কণ্ঠের অধিকারী শ্রাবণী শর্মার জন্ম ও বেড়ে ওঠা ঝিনাইদহে। বাবা নিত্য গোপাল শর্মা উদীচী শিল্পীগোষ্ঠীর সাথে জড়িত থাকায় রবীন্দ্রসঙ্গীত, গণসংগীতসহ নানা ধরনের গান গাইতেন। মা নমিতা বিশ্বাস এক সঙ্গীত অন্তঃপ্রাণ সংস্কৃতিমনা মানুষ। ফলে শৈশবেই শ্রাবণী এক সাঙ্গীতিক আবহে বেড়ে ওঠেন। বাবা-মায়ের হাতে গানের হাতেখড়ি হলেও, শ্রাবণীর পথ চলা শুরু হয় ঝিনাইদহের সঙ্গীত শিক্ষিকা সাধনা বিশ্বাসের কাছে—যাকে তিনি গুরুমা বলে ডাকেন। ঢাকা এসে শ্রাবণী ওস্তাদ সঞ্জীব দে’র কাছে টানা আট বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। অতঃপর তিনি সাফল্যের সাথে ছায়ানটে ছয় বছরের রবীন্দ্রসঙ্গীতের কোর্স সম্পন্ন করেন। শ্রাবণী শর্মা এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করছেন। এছাড়াও তিনি পদক্ষেপ বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রাবণী শর্মা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশীল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *