সুব্রত চৌধুরী’র বিজয়ের ছড়া

স্বাধীনতা আমার সোনার বাংলা

স্বাধীনতা আমার রাঙা সূর্য,
কুয়াশা মাখা ভোর,
স্বাধীনতা আমার খোলা জানালা
শেকল খোলা দোর।

স্বাধীনতা আমার নদীর কলতান
ভাটির গানের সুর,
স্বাধীনতা আমার মায়ের হাসি
আহা কী সুমধুর!

স্বাধীনতা আমার মজুর যুবার
বিন্দু বিন্দু ঘামে,
স্বাধীনতা আমার রক্তে কেনা
তিরিশ লক্ষের দামে।

স্বাধীনতা আমার সন্ধ্যাকাশে
মিটিমিটি তারা,
স্বাধীনতা আমার ভৈরবী রাগে
হৃদয় পাগলপারা।

স্বাধীনতা আমার ছয় দফা
ইতিহাসের বাঁক
স্বাধীনতা আমার সাতই মার্চ
বজ্রকণ্ঠের হাঁক।

স্বাধীনতা আমার ‘জাগো,বাহে,
কোনঠে সবায়’?
স্বাধীনতা আমার দুখুর গলায়
বিদ্যুৎ চমকায়।

স্বাধীনতা আমার ভিক্ষু -ইমাম,
বামন-পাদ্রী,
স্বাধীনতা আমার বিভেদ ভুলে
প্রীতির পাঠ নিই।

স্বাধীনতা আমার বঙ্গবন্ধু
মুক্তিযোদ্ধার প্রাণ,
স্বাধীনতা আমার রক্তে ভেজা
সোঁদামাটির ঘ্রাণ।

স্বাধীনতা আমার ‘জয় বাংলা’
কোটি প্রাণের সুর,
স্বাধীনতা ‘আমার সোনার বাংলা’
সুখ বহুদূর।

বিজয় আসে সবুজ লালে

দেশটা স্বাধীন তাক ধিনা ধিন
গায় যে সুরে পাখি,
মনের সুখে বোনটি পরায়
ভাইয়ের হাতে রাখি।

বিজয় আসে সবুজ লালে
হাওয়ায় ওড়ে নিশান,
জয়ের খুশে মাতে সবাই
মজুর-যুবা-কিষান।

বিজয় আসে তিরিশ লাখের
রক্ত-স্রোতে ভেসে,
‘আমার সোনার বাংলা’ সুরে
মিষ্টি হেসে হেসে।

বিজয় আসে সূর্য হাসে
আঁধার কেটে আলো,
দুঃখ ভুলে সবাই মিলে
সুখের পিদিম জ্বালো।

আঁধার ফুঁড়ে আলোর রোশনাই

বিজয় খুশে নীলাকাশে
পাখি ছড়ায় ডানা,
রোদের সিকি ঝিকিমিকি
ঝরায় মুক্তোদানা।

বিজয় খুশে ফুলে ফুলে
ভ্রমর ছড়ায় রেণু,
বটের ছায়ায় সুরে সুরে
রাখাল বাজায় বেণু।

বিজয় খুশে ধানের ক্ষেতে
চাষে মাতে কিষান,
পতপতিয়ে ঊর্ধ্বে ওড়ে
লালসবুজের নিশান।

বিজয় খুশে কিষান ফলায়
সোনার কুচি মাঠে,
খোকাখুকু বেজায় খুশি
ছন্দছড়ার পাঠে।

বিজয় খুশে খুকু গালে
খুশির আবীর মাখে,
নতুন দেশের ছবি খোকা
রং তুলিতে আঁকে।

বিজয় খুশে গগন ভাসে
সোনার বাংলা সুরে,
আঁধার ফুঁড়ে আলোর ধারা
সারা আকাশ জুড়ে।

ষোলো ডিসেম্বর

ডিসেম্বরের ষোলো
মুক্তি আসে হাওয়ায় হাওয়ায়
আঁখি দুটো খোল।

ডিসেম্বরের ষোলো
মায়ের মুখে ফোটে হাসি
চোখ যে ছলো ছলো।

ডিসেম্বরের ষোলো
মুক্তি আসে ঘরে ঘরে
সুখের পিদিম জ্বালো।

ডিসেম্বরের ষোল
রক্ত বন্যায় ভেসে ভেসে
স্বাধীনতা এলো।

ডিসেম্বরের ষোলো
সুখের রথে চড়ো এবার
দু:খটাকে ভুলো।

ডিসেম্বরের ষোলো
দৃপ্ত কন্ঠে সবাই আজকে
‘জয় বাংলা’টি বলো।

ডিসেম্বরের ষোলো
‘আমার সোনার বাংলা’ সুরে
বিজয় নিশান তোলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *