আজ কাব্যশীলনের সিনিয়র এডিটর ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক এর জন্মদিন

মোস্তাফিজুল হক ৩০ ডিসেম্বর,১৯৭৪ খ্রি. এ শেরপুর জেলা শহরের শেখহাটি মহল্লায় জন্মগ্রহণ করেন। পুরো নাম : খন্দকার মোস্তাফিজুল হক। মরহুম কবি খন্দকার মউলুদুল হক ও মা জাহানারা বেগমের ছয় সন্তানের মধ্যে তিনি পঞ্চম। জনাব মোস্তাফিজ বর্তমান সময়ের একজন প্রতিশ্রুতিশীল শিশুসাহিত্যিক। দেশবিদেশের শীর্ষ দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে তাঁর গল্প, ছড়া, ভ্রমণ কাহিনি, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য ও কবিতা নিয়মিত প্রকাশিত হচ্ছে।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ : ছড়াগ্রন্থ ‘ইচ্ছে ডানার পাখি (২০১৭)’, ‘মধুমতির তীরে’, ‘পরির মেয়ে (২০১৮)’, ‘সহজভাবে ছোটদের বাংলা ছড়া ও রাইমস (২০২০)’। অনূদিত গল্পগ্রন্থ : ‘সহজভাবে ছোটদের বিদেশি মজার গল্প (২০২০)’, ‘জ্ঞানের আলো (২০২০)’। সম্পাদিত গল্পগ্রন্থ : ‘তিন রসিকের হাসির মেলা(২০২০)’। এছাড়াও কেজি স্কুলের বহু পাঠ্যবই রচনা ও সম্পাদনা করেছেন। মোস্তাফিজুল হক কাব্যশীলন ওয়েবম্যাগের সিনিয়র সাব এডিটর ও ‘সাহিত্যসঞ্চার’ ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক। সোনার বাংলা সাহিত্য পরিষদের স্থায়ী কমিটির সাহিত্য সম্পাদক। এছাড়াও তিনি বৃহত্তর ময়মনসিংহ ছড়া পরিষদের শেরপুর জেলা সমন্বয়ক ও চারুধ্বনি সাহিত্যপত্রের সম্পাদক।
২০২১-এর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে –
অনূদিত গল্পগ্রন্থ : ‘ছয় দেশের ছয় রূপকথা’, জলকথা প্রকাশ
কিশোর কবিতাগ্রন্থ : ‘মেঘ নিয়ে যা শঙ্খচিল’ ঝিলমিল প্রকাশ, অক্ষরবৃত্ত প্রকাশন।
তাঁর উচ্চ মাধ্যমিক পড়ুয়া কন্যা মুমতাহিনা জাহানও প্রতিশ্রুতিশীল কবি ও গল্পকার। তিনি সোনার বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম ‘স্মৃতি পদক’ ২০১৮ ও ‘মধুমতির তীরে’ গ্রন্থ সম্মাননা ২০১৯ অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *