কথাসাহিত্যিক ও গবেষক শেখ মেহেদী হাসান এর জন্মদিনে কাব্যশীলনের


ড. শেখ মেহেদী হাসান ১৭ই নভেম্বর ১৯৭৮ সালে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। বাবা শেখ নেহাল উদ্দিন, মা মমতাজ বেগম।
তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

শেখ মেহেদী হাসানের উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে- গবেষণাগ্রন্থ ‘ঢাকার সংস্কৃতি’ (২০১৯), ‘নৃত্যচর্চায় ঢাকার নারী’ (২০১২), ‘রবীন্দ্র গীতিনৃত্য’ (২০১১); প্রবন্ধগ্রন্থ ‘কীর্তিমানের কথা’ (২০১৮); সাক্ষাৎকারগ্রন্থ ‘বহুমাত্রিক আলাপচারিতা’ (২০১৯), ‘কথামালা’ (২০১৭); সংকলন ও সম্পাদিতগ্রন্থ ‘Hamiduzzaman Khan modern sculptor in Asia’ (২০১৮), ‘বুলবুল চৌধুরী রচনাসমগ্র’ (২০১৭), ‘ভাষা আন্দোলনের পূর্বাপর’ (২০১৬), ‘প্রাচ্য নৃত্যের রূপ ও বিকাশ’ (২০০৯), ‘প্রাচ্যের লোকনৃত্য’ (২০০৯), ‘প্রাচ্যের নৃত্যকলা’ (২০০৭), ‘পুতুলনাচের আলো-অন্ধকার’ (২০০৭) ও ‘নাচন্তি বাজিল’ (২০০৪)। বিভিন্ন অ্যাকাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে তার ২৫টি গবেষণা-প্রবন্ধ। বর্তমানে তিনি বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকায় কর্মরত আছেন। গুণী এই সাহিত্যিকের জন্মদিনে কাব্যশীলনের পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *