এসবিএসপি’র নবগঠিত প্রেসিডিয়াম কমিটি ও কেন্দ্রীয় কমিটি ২০২১

সোনার বাংলা সাহিত্য পরিষদের নবগঠিত ২০২১প্রেসিডিয়াম কমিটি ২০২১


চেয়ারম্যান – কবি ও কথাাসাহিত্যিক আলমগীর খোরশেদ

১)তারেক হাসান–সভাপতি
২)আরজুমুন–নির্বাহী সভাপতি
৩)নীতুল ইয়াছমিন–সাধারণ সম্পাদক
৪)মোতালেব হোসেন রাজন–সাংগঠনিক সম্পাদক
৫)উবায়দুল হক–প্রচার সম্পাদক
৬)হাফেজ আহমেদ –দপ্তর সম্পাদক
৭)অর্থ সম্পাদক–ইমামউদ্দিন ইমন
৮)মোস্তাফিজুল হক-সাহিত্য সম্পাদক
১০)এনামুল হক–নির্বাহী সদস্য
১১)সাগর আহমেদ–নির্বাহী সদস্য
১১)নাঈম আল হাসান-নির্বাহী সদস্য

সোনার বাংলা সাহিত্য পরিষদ
(এসবিএসপি) গবগঠিত কেন্দ্রীয় কমিটি

এসবিএসপির প্রতিষ্ঠাতা, আহবায়ক কমিটি এসবিএসপির পরিচালকবৃন্দ ও প্রেসিডিয়াম কমিটির সাথে আলোচনা করে সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় ২০২১ সাল পর্যন্ত এসবিএসপি পরিচালনা করার জন্য নিম্নরুপ কমিটি গঠন করে।

এসবিএসপি’র চেয়ারম্যান, কবি ও কথাসাহিত্যিক আলমগীর খোরশেদ
প্রকৌশলী বুয়েট
সাবেক সভাপতি (এসবিএসপি)

১। সভাপতি- অধ্যাপক ডাক্তার শামছুন নাহার
২। নির্বাহী সভাপতি – হোসনে আরা জেমী
৩। সহ-সভাপতি- জিন্নাত আরা রোজী
৪। সহ-সভাপতি – রোজিনা তাসমিন
৫। সহ-সভাপতি – নূরুন নাহার ডলি
৬। সহ সভাপতি – আঞ্জুমন আরা
৭। সহ-সভাপতি – তাসলিমা কবীর রিংকি
৮। সাধারণ সম্পাদক- নুসরাত সুলতানা
৯। যুগ্ম সাধারণ সম্পাদক – ইসরাত জাহান
১০। সাংগঠনিক সম্পাদক- সাগর আহমেদ
১১। যুগ্ম সাংগঠনিক সম্পাদক- শাহিন শাজনীন
১২। দপ্তর সম্পাদক- আইরিন কাকলি
১৩। অর্থ সম্পাদক – এনাম আনন্দ
১৪। প্রচার ও প্রকাশনা সম্পাদক- আইরিন সুলতানা লিমা
১৫। শিক্ষা ও গবেষণা সম্পাদক- নূরুন্ নাহার স্বপনা
১৬। আন্তর্জাতিক সম্পাদক – সামসুল বারী উৎপল
১৭। নারী বিষয়ক সম্পাদক- আমিনা সুলতানা সানজানা
১৮। আবৃত্তি সম্পাদক – ফারজানা মালিক নিম্মি

কার্যকারী সদস্যঃ-
১। নাহিদ মিশুক
২। মোঃ নাঈম হাসান
৩। অনুপ কুমার দাস

একুশ সদস্য বিশিষ্ট এই কমিটি সাহিত্য অঙ্গনে আগামী দিনের মাইল ফলক হিসেবে বিরাজ করবে বলে আশা করি।
ধন্যবাদান্তে,

ফখরুল হাসান
প্রতিষ্ঠাতা পরিচালক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *