শাহাদাৎ হোসেন-এর কবিতা

ভেজা কদম

শহর জুড়ে বৃষ্টি নামুক
ভেসে যাক নগরের ডগায় ডগায়
কংকিটের প্রলেপ দেওয়া পিচ-ঢালা জনপদ।
মুছে যাক ধুলো বালির অযাচিত গ্লানি
চকিতে উন্মাদ চপলা রমনী।
অচেতন ঝরে ঝরে পুস্পিত হউক
যত তত গুমোর ধলা-কালা সমীকরণ।
নিভৃতে ল্যহিয়া প্রেম,
তোরণ ফেলিয়া সখী
ফিরে এসো মিছে মোহ ভুলিয়া।
ফিরে এসো…
ভেজা কদমের তূনীর ছায়াতলে।
দর্শন করো দাঁড়িয়ে আছি আমি
কদমের নির্মল খোঁপা হাতে।

দীপ্ত আলোড়নে

সুপ্ত খেয়ালে দীপ্ত আলোড়নে
ভিতর বাহিরে সদা বিরাজমান
আন্দোলিত নিত্য জাগিয়া জাগিয়া
জরাজীর্ণ দেহ পুস্পিত ভরা জোয়ারে,
কাহার লাগিয়া যেনো মন হরণে।
দিব্য জ্বালাময়ী কুহর
পূর্নবার অবাধ জয়ের স্বননে,
কাহার লাগিয়া এ প্রেমলয় আঁখি
খুলে যায় কান্না চেপে স্মিত বুকে?
সমুদয় ভাব সমবেত গুঞ্জনে
আজি সৃষ্টির উল্লাসে।
নভোনীল মম তরঙ্গ সঞ্চার
প্রেমো রঙ্গ কুঠর বিস্তৃত একাকার।
একখানি ভাসি অঙ্গনে বিহ্বল
জগৎ নির্মল এখানে চির মঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *