ফরিদা বেগম-এর কবিতা



সঞ্চিত কষ্ট

সঞ্চিত কষ্টগুলো কথাহীন, শব্দহীন

মাঝে মাঝে দৃশ্যহীন লুকানো।

কখনো না চাইতে ক্ষোভে ফেটে পড়ে

বঞ্চনার হিসাবটা চুকাবে যেন।

নিজেকে ভুলে দিয়ে যাও যাদের

সহজাত স্নেহমায়ার মায়াজাল।

জালের গিটে কখন যেন খেই হারিয়ে

ফিসফিসিয়ে শোর তোলে স্বার্থের হলাহল।

চেপে যাও ভেবে নাও নিয়মটা সাধারণ

ভালো মানুষ হৃদয় ঝাঁপিতে কষ্ট কুড়াবে।

মুখোশ পরিহিত লেবাসধারী নষ্ট নাটুকেরা

প্রতারণার বয়ামে অক্সিজেন আটকে দিবে।

তুমি আছো

দুপুর গড়িয়ে বিকেল এলে

চায়ের তেষ্টাটা বেড়ে যায়।

জীবনের গল্পগুলি হুড়মুড়িয়ে

কি যেন আছে বলার জন্য,

শব্দের খেলাঘরে এক্কাদোক্কা

খেলে যায়।

কি যেন আছে ঐ হুস্ককির পেয়ালায়

রক্তাভ কোন ওষ্ঠযুগল

সন্ধ্যার মদিরতায় ডুবে যায়।

ভালবাসার গন্ধমের ভীষন নেশায়।

জমাট বরফে লুকানো তোমার

নিশ্বাসের উষ্ণতা

হারানো স্বপ্নের নিখোঁজ না হবার

গল্প বলে যায়।

তোমাকে ফিরে পাবার আকুলতায়

তুমি আছো বিরান মনে কি যেন নেই….

এই অলীক মায়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *