স.ম. শামসুল আলম।। ৫টি ছড়া
বাধ্য ছেলে
এমন একটি কাজ শিখেছি
এমন একটি কাজ−
মানী লোকের মান যাবে না
মানটা গেলেও জান যাবে না
স্বজনপ্রীতির টান যাবে না
ডান যাবে না বাম যাবে না
পড়লে মাথায় বাজ−
এমন একটি কাজ শিখেছি
এমন একটি কাজ।
এমন একটি কাজ শিখেছি
এমন একটি কাজ−
কথা বলার ধার যাবে না
ধারটা গেলেও ভার যাবে না
হাজার খুনে ঘাড় যাবে না
হার যাবে না জিত যাবে না
উড়লে পঙ্খিরাজ–
এমন একটি কাজ শিখেছি
এমন একটি কাজ।
কাজটি আমি নিত্য করি
বাধ্য ছেলে বাধ্য
রাজা-বাদশা উজির হওয়া
ঠেকাবে কার সাধ্য?
পাগল
ভাবের পাগল ভবের পাগল
আল্লাহ-খোদা-রবের পাগল
হরেক রকম পাগল আছে
দেশটা জুড়ে জানি
কোন পাগলের কী রূপ থাকে
কে খালুকে বাবাও ডাকে
বুঝাও একটুখানি।
সংসারে কেউ সুখের পাগল
দুঃখ ছাড়াও দুখের পাগল
পাওয়ার পাগল খাওয়ার পাগল
কে বুঝাবে কাকে
বউয়ের পাগল টাকার পাগল
লেখার পাগল আঁকার পাগল
কত্ত পাগল থাকে।
কেউবা আছে গদির পাগল
কেউ মমতা মোদির পাগল
কেউ পুতিন আর কেউ বাইডেন
পার্থক্য মতে
কেউ পলিটিক্স করার পাগল
আমি হলাম ছড়ার পাগল
রাখি কৃতজ্ঞতে।
গাধার গাধা
উল্টো বোঝা বয় না গাধা
কিন্তু আমি বইছি
বুঝুক সবাই কেমন চাপে
কষ্টে কত রইছি।
পাক করে ভাত খাওয়াই যাকে
তার জ্বালাতন সইছি
পিঠের ওপর পড়ছে চাবুক
একটা কথাও কইছি?
রাঘব-বোয়াল সিঁধেল চোরের
দায়িত্বটাও লইছি
আমার কে? আর আমি বা কার
গাধার গাধা হইছি?
জীবদ্দশায় কুলখানি
বিখাউজ খোস-পাঁচড়া দাদে
গতর জুড়ে চুলকানি
করতে হবে হয়ত নিজের
জীবদ্দশায় কুলখানি।
ভুল করে লাগাচ্ছি মলম
মাথার চুলে আনমনে
থাকছে গতর খোলা হাওয়ায়
বৃষ্টি-রোদের টান, মনে।
জান চলে যায় পাই না কিছু
বালিশ-কাঁথা উল্টিয়ে
দরদ দেখায় পাড়ার লোকে−
ঘরের লোকের ভুলটি-এ।
সহিংসতায়
সহিংসতায় ট্রেন পুড়ে যায়
বাস পুড়ে যায় দেখি
মরছে পুড়ে কত মানুষ
হচ্ছে লেখালেখি।
সহিংসতায় ভোটের মাঠে
হচ্ছে খুনোখুনি
প্রতিদ্বদ্বী কার বড় কে
কেবল আওয়াজ শুনি।
সহিংসতায় কর্মসূচি
মর্ম কি তার জানি
আমরা যারা খুব সাধারণ
ভাগ্যটাকেই মানি।
